ফরিদপুরে আ’লীগের নব-নির্বাচিত যুগ্ম সম্পাদকের গণসংবর্ধনা

ফরিদপুর প্রতিনিধি :
আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক হওয়ার পর নিজ এলাকায় এমপি মো. আব্দুর রহমানকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। গণ সংবর্ধনায় যোগদেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। 

এছাড়া শনিবার বিকালে ফরিদপুরের মধুখালী ঈদগা মাঠে স্থানীয় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে অনুষ্ঠিত এই সংবর্ধনায় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  আহম্মদ হোসেন, বি এম মোজাম্মেল হক এমপি, আওয়ামীলীগ নেতা এস এম কামাল, আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, মহানগর আওয়ামীলীগ নেতা ডা. দীলিপ রায়, আওয়ামীলীগের ফরিদপুর জেলা সাধারন সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ ফরিদপুর-১, ৩ ও ৪ সংসদীয় আসনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আর প্রধান বক্তা ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। 

প্রধান অতিথি এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, নির্ধারিত সময়ের আগেই শেখ হাসিনা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাবে। তিনি বলেন বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি বলেন, শেখ হাসিনা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

প্রধান বক্তা, আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ বলেন, কিছু লোক দলের সব সুযোগ সুবিধা ভোগ করে আর রাতের অন্ধকারে জামাত বিএনপির সাথে আতাত করে, তাদের দল থেকে বহিস্কার করা হবে।

আর সংবর্র্ধিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বলেন, সাম্প্রদায়িক উস্কানিদাতাদের কোন রক্ষা নেই। এসময় তিনি যুগ্মসাধারন সম্পাদক পদ দেয়ায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এবং শেখ হাসিনা ও দলের স্বার্থে জীবন উৎসর্গ করার ঘোষনা দেন। 

গণসংবর্ধনায় লক্ষাধিক লোকের সমাগম হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment