হারুন-অর-রশীদ, ফরিদপুর :
উৎসর্গ পরিবারের পক্ষ্য থেকেও উপাচার্যকে একটি বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
ফরিদপুরের তরুণদের সংগঠন উৎসর্গ কে সংবর্ধনা দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আজ বুধবার দুপুর ১টায় উপাচার্যের নিজ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। জানা যায়, ফরিদপুরের তরুণদের সেবামূলক সংস্থা উৎসর্গ যা আর্ত মানবতার সেবার জন্য গঠিত হয়েছে।
এছাড়া সম্পূর্ণ তরুণদের দ্বারা পরিচালিত সংস্থাটি নিজেদের টাকা জমিয়ে মানুষকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে । তাদের এই মহতী উদ্দোগকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তার নিজ বাসভবনে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসর্গ পরিবারের হাতে তুলে দেন সম্মাননা স্বারক । এ সময় উৎসর্গ এর পক্ষ্য থেকে স্বারক গ্রহন করেন সংগঠনের সভাপতি সৈয়দ আরাফাত সামিন , সাংগাঠনিক সম্পাদক তাসিন তাহমিদ ও ত্রান বিষয়ক সম্পাদক রাসেদুল ইসলাম রাফি ।
তরুণদের সাধুবাদ জানিয়ে উপাচার্য বলেন, " তরুণদের এই উদ্দ্যোগ অবশ্যই প্রশংসার যোগ্য । তারা নিজেদের পড়ার ফাকে মানুষের সেবায় মন দিয়েছে যা সমাজে দৃষ্টান্ত স্বরূপ । তরুণরাই আগামীদিনের ভবিষ্যৎ তাই তাদেরকেই সামনে এগিয়ে আসতে হবে, দৃঢ় ভাবে গড়ে তুলতে হবে মানবতার ভীত । এসময় তিনি উৎসর্গ পরিবারের সবাইকে তার আন্তরিক শুভেচ্ছা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। "
উৎসর্গ পরিবারের পক্ষ্য থেকেও উপাচার্যকে একটি বিশেষ সম্মাননা স্বারক প্রদান করা হয় ।
0 comments :
Post a Comment