`জঙ্গি আস্তানায়` অভিযান, নিহত ৯

প্রতবিদেক :  
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি ‘জঙ্গি আস্তানায়দ অভযিান চালয়িছেে পুলশি। এ সময় গোলাগুলতিে ৯ ‘জঙ্গ’ি নহিত হয়ছে।ে

কল্যাণপুররে ৫ নম্বর সড়করে র্গালস হাই স্কুলরে পাশরে জাহাজ বল্ডিংি নামে পরচিতি ভবন রাতভর ঘরিে রখেে ভোরে অভযিান চালায় পুলশি, র‌্যাব ও সোয়াত টমি।

ঢাকা মট্রেোপলটিন পুলশিরে মরিপুর অঞ্চলরে উপকমশিনার মাসুদ আহমদে জানান, মধ্যরাতে পুলশিরে একটি টহল দলরে ওপর গুলি চালায় জঙ্গরিা। পুলশি পাল্টা গুলি ছুড়লে ওই ভবন থকেে তারাও পুলশিরে দকিে গুলি ছুড়তে থাক।ে এতে হাসান নামে একজন গুলবিদ্ধি হয়। তাকে ঢাকা মডেক্যিাল কলজে (ঢামকে) হাসপাতালে র্ভতি করা হয়ছে।ে

প্রথম দফায় রাত দড়েটা র্পযন্ত পুলশিরে সঙ্গে জঙ্গদিরে গুলবিনিমিয় চল।ে খবর পয়েে পুলশিরে সঙ্গে স্পশোল উইপনস অ্যান্ড ট্যাকটকিস (সোয়াত), র‌্যাপডি অ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব), পুলশিরে গোয়ন্দো শাখা (ডবি)ি, ফায়ার র্সাভসিরে উদ্ধারকারী দল ও বোমা নষ্ক্রিয়িকারী দল অভযিানে অংশ নয়ে। এরপর রাত সাড়ে ৩টার দকিে আরকে দফা গুলবিনিমিয় চল।ে র্সবশষে ভোর ৫টা ৫১ মনিটিে অভযিান শুরু হয়ে ৬টা ৫১ মনিটি র্পযন্ত চল।ে এক ঘণ্টার ‘অপারশেন র্স্টম ২৬’ নামরে এই অভযিানে ৯ জঙ্গি নহিত হয়।

ঘটনাস্থল থকেে ঢাকা মহানগর পুলশিরে (ডএিমপ)ি অতরিক্তি কমশিনার শখে মারুফ হাসান জানান, রাতে এ অভযিানরে সময় পুলশিরে ওপরও গুলর্বিষণ করে জঙ্গরিা। ভবনটি ঘরোও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিী যখন অভযিান চালায়, জঙ্গরিা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দয়িে তাদরে দকিওে গুলি ছোড়।ে গোলাগুলতিে ৯ জঙ্গি নহিত হয়। এতে কয়কেজন পুলশি সদস্য আহত হয়ছেনে।

মঙ্গলবার সকাল ৮টার দকিে পুলশিরে মহাপরর্দিশক (আইজপি)ি এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে যান। তনিি জানান, কল্যাণপুরে নহিতরা জামাআতুল মুজাহদিীন বাংলাদশেরে (জএেমব)ি সদস্য ছলি। গুলশানরে হামলাকারীদরে সঙ্গে কল্যাণপুরে নহিত সন্দহেভাজন জঙ্গদিরে মলি রয়ছে।ে গুলশানরে মতো বড় ধরনরে হামলার পরকিল্পনা ছলি তাদরে। ঘটনাস্থল থকেে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়ছে।ে
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment