প্রেস নোট, র্যাব-৮, ফরিদপুর :
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৪ জুলাই ২০১৬ ইং তারিখ ১৬৪০ ঘটিকায় সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতৈর বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বোয়ালমারী থানাধীন ছোলনা সাকিনস্থ পলাতক আসামী মোছাঃ রেবেকা বেগম (৩৬), স্বামীঃ মোঃ কাইয়ুম, সাং-ছোলনা, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর তার নিজ বসত বাড়ীতে ধৃত আসামী মোঃ এনামুল মোল্লাসহ মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর মোঃ আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৭০০ ঘটিকার সময় উল্লেখিত বসত বাড়ীর নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ী হতে একজন পুরুষ এবং একজন মহিলা দৌড়ে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাদের একজনকে আটক করে এবং অপর একজন মহিলা কৌশলে পালিয়ে যায়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ এনামুল মোল্লা (২৬), পেশা- মাদক ব্যবসা, পিতাঃ-মোঃ চাঁন মোল্লা, সাং-ছোলনা, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর এবং পলাতক আসামী মোছাঃ রেবেকা বেগম (৩৬), স্বামীঃ মোঃ কাইয়ুম, সাং-ছোলনা, থানাঃ বোয়ালমারী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন এবং উপস্থিত স্বাীদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উল্লিখিত নাম ঠিকানা জানায় এবং স্বীকার করে যে তার কাছে নিষিদ্ধ মাদক ইয়াবা আছে। অতপর আসামীর স্বীকারোক্তি মোতাবেক তার পরিহিত ট্রাউজার এর সামনের ডান পাশের পকেট হতে একটি নীল রংয়ের ছোট পলিথিন এর প্যাকেটে রতি সর্বমোট ২৯৫ পিস লালচে রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ পলাতক আসামী মোছাঃ রেবেকা বেগমসহ পরস্পরের যোগসাজসে ইয়াবা ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যপারে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।
0 comments :
Post a Comment