বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ নানা অভিযোগের তদন্ত

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) : 
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের বন্ডপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। 
অভিযোগ সূত্রে জানা যায়, নুরুল ইসলাম স্লিপের (স্কুল লেবেল ইমপ্রুভমেন্ট প্লান) অর্থ আত্মসাৎ, স্কুলে নিয়মিত না আসা, ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকের সাথে দুর্ব্যবহার, বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান না করা, ২১শে ফেব্রুয়ারী পালন না করা ও বছরের প্রথম দিন বই সরবরাহ না করা।
এ ব্যাপারে শিক্ষা কর্মকর্তার নির্দেশে মঙ্গলবার সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আজিজার রহমান খান সরেজমিন তদন্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফজলুর রহমান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অভিভাবক দেলোয়ার হোসেন, হাজী আবুতালেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

গত ৩১মার্চ ওই স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বন্ডপাশা গ্রামের মো. আনোয়ার হোসেনসহ ১৯জন উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস বরাবর লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে নুরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। এ গুলো ভুলবুঝাবুঝি মাত্র। সভাপতি ফজলুর রহমান বলেন, নুরুল ইসলামের বিরুদ্ধে আনা সব অভিযোগ সঠিক। তদন্ত কর্মকর্তা মো. আজিজার রহমান খান বলেন, তার বিরুদ্ধে কিছু অভিযোগের সত্যতা পেয়েছি। সময়ের অভাবে তদন্ত সম্পন্ন করতে দেরী হয়েছে। আগামি এক সপ্তাহের মধ্যে শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত রিপোর্ট পেশ করব। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment