কে. এম. রুবেল, ফরিদপুর :
উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন ও সংরক্ষণ ও বিতরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ২০১৫-১৬ অর্থ বছরে রোপা আমন ধান বীজ উৎপাদন প্রদর্শণীভূক্ত কৃষকদের এক দনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর ব্যবস্থাপনায় উপ-পরিচালকের কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. নুরুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস।
প্রশিক্ষন কর্মশালায় বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক কৃষিবিদ জি. এম. আবদুর রউফ, কৃষিবিদ গোপাল কৃষ্ণ দাস।
দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার শতাধিক কৃষক অংশ গ্রহণ করেন।
0 comments :
Post a Comment