ইউএসএইড (টঝঅওউ) এর আর্থিক সহায়তায় সিসা-এমআই প্রকল্পের অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও আর্ন্তজাতিক গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র (সিমিট) বা বারি-সিমিট কর্মসূচী এবং স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে গত ১৪ ও ২১ জুলাই ২০১৬ তারিখে ফরিদপুর সদর উপজেলার হাটগোবিন্দপুর ও বালিকান্দি উপজেলার চামটা গ্রামে ফসল (পাট) উৎপাদনে কৃষি যন্ত্রের (পিটিওএস/সিডার) ব্যবহার শীর্ষক গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডের উপর দু’টি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক কর্মকর্তা এ এফ এম রুহুল কুদ্দুস এর সঞ্চালনায় অনুষ্ঠানদ্বয়ে সভাপতিত্ত্ব করেন অগ্রবর্তী চাষী জনাব মোঃ ফজলুল হক (ইউ পি সদস্য) ও প্রশান্ত মন্ডল। অনুষ্ঠানদ্বয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে সরেজমিন গবেষণা বিভাগ, বিএআরআই, ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মহি উদ্দিন ও আδলিক কৃষি গবেষণা কেন্দ্র, বরিশালের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ আব্দুল ওহাব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরেজমিন গবেষণা বিভাগ, ফরিদপুরের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ, সিমিট ফরিদপুরের হাব ম্যানেজার জনাব সুব্রত সরকার ও বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানদ্বয়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএআরআই, বিআরআরআই, এসআরডিআই, বিএডিসি, ডিএই, আইডিই ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের বিজ্ঞানী, কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানটির আয়োজন, সার্বিক ব্যবস্থাপনা ও ফসল উৎপাদনে কৃষি যন্ত্রের ব্যবহার শীর্ষক গবেষণা ও উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরেন সরেজমিন গবেষণা বিভাগ, বারি এবং সিমিট, ফরিদপুরের বিজ্ঞানীবৃন্দ। তাঁদেরকে সহায়তা করেন বৈজ্ঞানিক সহকারী ও সংশ্লিষ্ট এলাকার উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানদ্বয়ে প্রায় ষাটজন করে কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানদ্বয়ে ফসল (পাট) উৎপাদনে কৃষি যন্ত্রের (পিটিওএস/সিডার) ব্যবহার শীর্ষক গবেষণা ও উন্নয়ন কর্মকান্ড সরেজমিনে দেখানো ও এ সম্পর্কে বিস্তারিত বর্ননা দেন বারি-সিমিট এর বিজ্ঞানীবৃন্দ। অংশগ্রহনকারী কৃষকগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তাঁরা। অনুষ্ঠানে অংশগ্রহনকারী কৃষকগণ ফসল (পাট) উৎপাদনে কৃষি যন্ত্রের (পিটিওএস/সিডার) ব্যবহার শীর্ষক গবেষণা ও উন্নয়ন কর্মকান্ডের প্রতি কৌতুহলী হন এবং এর ব্যবহার, সুবিধা-অসুবিধা, খরচ ইত্যাদি সম্বন্ধে সম্যক ধারনা লাভ করেন। তাঁরা প্রচলিত পদ্ধতির সাথে এই আধুনিক পদ্ধতিতে জমি চাষ, বীজ বপন ও সারের উপরি প্রয়োগসহ কৃষি যান্ত্রিকিকরন এর তুলনা করে এগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করেন এবং আশা করেন যে কৃষক পর্যায়ে উক্ত কৃষি যন্ত্রের (পিটিওএস/সিডার) ব্যবহার শুরু হলে পাট উৎপাদন খরচ অনেকটা (২০-২৫%) হ্রাস পাবে এবং উৎপাদন (১০-১৫%) ও কৃষকের আয় (২০-২৫%) বাড়বে ।
0 comments :
Post a Comment