অয়ন কুমার বিশ্বাস, বোয়ালমারী (ফরিদপুর) ঃ
২০১৬ সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষায় ফরিদপুরের বোয়ালমারী থেকে ১৯জন জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে সাধারন শাখায় ৮জন এবং কারিগরি শাখায় ১১জন এ-প্লাস পেয়েছে। মাদ্রাসা বোর্ডের আলীম পরীক্ষায় কেউ এ-প্লাস পায়নি। কাদিরদী ডিগ্রি কলেজ থেকে ৫জন, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ থেকে সাধারন শাখায় ৩জন ও কারিগরি শাখায় ৯জন এবং শাহ জাফর টেকনিক্যাল কলেজ থেকে কারিগরি শাখায় ২জন জিপিএ-৫ পেয়েছে।
অপরদিকে পাসের হারে এগিয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ। ওই কলেজে সাধারন শাখায় পাসের হার ৬৫ ভাগ, কাদিরদী কলেজে ৫২ ভাগ, খরসূতি বঙ্গবন্ধু কলেজে ৪৬ ভাগ, বোয়ালমারী সরকারি কলেজ ২৪ ভাগ এবং শাহ জাফর টেকনিক্যাল কলেজে কারিগরি শাখায় ৯৮ ভাগ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কোন ফলাফল পাওয়া যাচ্ছে না। ফলাফলের জন্য যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহম্মেদ জামশেদ জানান, এটা তাদের দায়িত্ব নয়। সংশ্লিষ্ট কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহের পরামর্শ দেন তিনি।
0 comments :
Post a Comment