শাহজাহান হেলাল,মধুখালী (ফরিদপুর) ঃ
ফরিদপুরে ৫১০পিস ইয়াবাসহ র্যাবের হাতে মহিলা আটক।
র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পর সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল ২২ আগস্ট সোমবার রাত ১১টায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর শহরের লীপুর কুঠিবাড়ী (বস্তি)তে ধৃত আসামীর নিজ বাড়ীতে একজন মহিলা মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত পৌনে ১২ টায় উক্ত বসত ঘরের নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘর হতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম জোসনা বেগম(৩৮), স্বামীঃ-আব্দুল বারেক খা, সাং-লীপুর কুঠিবাড়ী (বস্তি), থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী জোসনা বেগম তার বসত ঘরের মধ্যে থাকা খাটের উপর রতি তোষক এর নিচ হতে ০৩টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে সর্বমোট ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
ফরিদপুরে ৫১০পিস ইয়াবাসহ র্যাবের হাতে মহিলা আটক।
র্যাব-০৮, সিপিসি-০২ ফরিদপুর ক্যাম্পর সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিযানিক দল ২২ আগস্ট সোমবার রাত ১১টায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর শহরের লীপুর কুঠিবাড়ী (বস্তি)তে ধৃত আসামীর নিজ বাড়ীতে একজন মহিলা মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত পৌনে ১২ টায় উক্ত বসত ঘরের নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘর হতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম জোসনা বেগম(৩৮), স্বামীঃ-আব্দুল বারেক খা, সাং-লীপুর কুঠিবাড়ী (বস্তি), থানাঃ কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী জোসনা বেগম তার বসত ঘরের মধ্যে থাকা খাটের উপর রতি তোষক এর নিচ হতে ০৩টি ছোট নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে সর্বমোট ৫৩০ পিস ইয়াবা ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
0 comments :
Post a Comment