মধুখালীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) : 
মধুখালীতে দুপুরে ১৫/২০ মিনিটের ঝড়ে উপজেলার ২টি ইউনিয়নের ৭টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
রোববার দুপুর ১টার দিকে মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের পাইককান্দী,হাটঘাটা,ছকড়িকান্দী,আমুরদি,চরহাটঘাটা ও জাহাপুর ইউনিয়নের শীবরামপুর ও এলাহিপুর গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ১৫/২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি  হয়েছে ।
সরজমিনে  দেখা দেগেছে বয়ে যাওয়া ঝড়ে খন্ডে খন্ডে ঘর এবং গাছের ব্যাপক ক্ষতি হয়েছে  তবে মানুষ কিংবা পশুর কোন ক্ষয়ক্ষতির খবর প্ওায়া যায় নাই। বিদ্যুৎ লাইনে যে ক্ষয়ক্ষতি হয়েছে কখন বিদ্যুৎ স্বাভাবিক হবে সেটা বিদ্যুতের কোন কর্মকর্তাই নিশ্চিত করে বলতে পারছেন না ।
বিকেলে উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা ও নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্থদের সাহায্যের আশ্বাস দিয়ে শান্তনা দিয়েছেন। এ সময় জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান  মোঃ ইসহাক হোসেন  ও ইউপি সদস্য মোঃ মোজাম্মেল  উপস্থিত ছিলেন।
Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment