আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগ

তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) ঃ 
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শ.প দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. আ.লতিফের বিরুদ্ধে ৮ম শ্রেণীর ছাত্রীর সাথে শ্লীলতাহানীর লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত ২০আগস্ট ছাত্রীর বাবা আলফাডাঙ্গা প্রেসকাব বরাবর লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি সময়ে ওই শিক্ষক ছাত্রীকে গোপন কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টি টের পেয়ে শিক্ষকের হাত থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। ছাত্রী বিষয়টি তার অভিভাকের নিকট বললে অভিভাবক সুবিচার পাওয়ার জন্য ম্যানেজিং কমিটির কাছে শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। সরেজমিনে গিয়ে জানা যায় পূর্বে আরো অনেক ছাত্রীর       শ্লীলতাহানীর ঘটনা ঘটান বলে এলাকার একাধিক ব্যক্তি জানান। পূর্বে অনুরুপ ঘটনাকে কেন্দ্র করে উত্তম মাধ্যমসহ মুসলেকা দিয়ে পার পেয়েছে ওই শিক্ষক। এ ঘটনায় গত ২২আগস্ট মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য মো. আলমগীর কবির আলফাডাঙ্গা থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। গত এক বছর আগে উপজেলা রুদ্রবানা গ্রামের এক ছাত্রীকে উত্তাক্ত করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ৮হাজার টাকা জরিমানা করে ওই শিক্ষককে। রুদ্রাবানা আরও এক ছাত্রীকে উত্তাক্ত করলে তার অভিভাবকেরা মাদ্রাসায় এসে মারধর করে। গত বছর হিদাডাঙ্গা দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে ওই শিক্ষক নিজ হাতে নকলের সহযোগিতা করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল খায়ের তাকে হাতে নাতে ধরে ১০হাজার টাকা জরিমানা করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার পরেও ম্যানেজিং কমিটি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিয়ে সুপার নিয়োগ সংক্রান্ত বিষয়ে তাকে সদস্য সচিব করে সোমবার নিয়োগ কমিটি গঠন করেছে। 
এব্যাপারে অভিযুক্ত শিক্ষক আব্দুল লতিফের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন। 
ম্যানেজিং কমিটির সভাপতি ও বানা ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি শুনেছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজা বেগম বলেন, ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনা আমি লোক মুখে শুনেছি তবে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তা হলে শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মু. খায়রুজ্জামান বলেন, বিষয়টি আমি শুনেছি এবং আইনানুক ব্যবস্থা নিচ্ছি। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment