মধুখালীতে ভ্রাম্যমান আদালত, ১ বছরের কারাদন্ড

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ 
শনিবার মধুখালীতে ২জনকে ১বছর করে কারাদন্ড এবং ২জনকে ৫হাজার টাকা করে জরিমানা  আদায় করেছেন ভ্রাম্যমান আদালতে ।  

 ভ্রাম্যমান আদালতসুত্রে জানা গেছে,উপজেলার আড়পাড়া ইউনিয়নের হরিণখোল বিল,কোরকদি ইউনিয়নের ক্ষ্যুদেখোলা বিল এবং নওপাড়া ইউনিয়নের  আড়কান্দী  চন্দনা নদীতে অভিযান চালিয়ে ৪জন মৎস্য শিকারীদের  আটক করে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  লুৎফুন নাহারের  আদালতে  হাজির করলে  ভ্রাম্যমান আদালতের মৎস্য সংরক্ষণ  আইন ১৯৫০ এর ৩ ধারার লংঘন করে  নিষিদ্ধ জাল দিয়ে  ছোট আকারের মাছ শিকারের দায়ে উক্ত আইনের ৫ধারায়  উপজেলার কোরকদি ইউনিয়নের কোরকদি  গ্রামের মৃত রশিদ মোল্যার ছেলে রবিউল মোল্যা এবং একই গ্রামের রুস্তম মোল্যার ছেলে মোঃ ইমাম মোল্যাকে ১ বছর করে কারাদন্ড প্রদান করেন ও  নওপাড়া ইউনিয়নের  আড়কান্দী গ্রামের  আঃ রব  মোল্যার পুত্র  মোঃ বাদশা মোল্যা এবং একই গ্রামের  ইসহাক সেকের পুত্র মোঃ সারোয়ার সেককে  ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। 

অভিযান প্ররিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল  ইসলাম, উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, এসআই  মোঃ মোস্তফা কামাল এবং সিনিয়র  উপজেলা মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারী  মোঃ আফসার উদ্দিন সরদার।

 আদালত শেষে প্রায় ৫হাজার মিটার নিষিদ্ধ  কারেন্ট  জাল  আগুনে পুরিয়ে ধ্বংশ করা হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment