ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরে কবরস্থান থেকে বেঁচে ফেরা শিশু জীবন সংশয়ে রয়েছে।
সিভিল সার্জনের মেডিকেল টিমের প্রধান, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহগ হিস সায়াদ জানান, গত দু’দিনে শিশুটির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, শিশুটিকে এই মূহুর্তে নিবির পরিচর্যায় রাখা প্রয়োজন। সেক্ষেত্রে ঢাকায় স্থানান্তর করা প্রয়োজন। তবে শিশুটিকে ঢাকায় স্থানান্তরে বিশেষ ব্যবস্থা নেয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।
এদিকে শিশুটির বাবা নাজমুল হুদা মিঠু বলেন, ঢাকায় হেলিকপ্টারে নেয়া বা সেখানে চিকিৎসার ব্যায় বহন করার সাধ্য নেই। তাই বাধ্য হয়েই ফরিদপুরেই শিশুটিকে চিকিৎসা করানো হচ্ছে বলে জানান তিনি।
এদিকে শনিবার বেলা সাড়ে ১০টায় ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া ডা. জাহেদ মেমোরিয়াল হাসপাতালে গিয়ে শিশুটির সার্বিক খোঁজ খবর নেন। এসময় তিনি হাসপাতালের পরিচালনা পর্ষদ, চিকিৎসক ও শিশুটির পরিবারের সদস্যদের সাথে বৈঠক করেন।
জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, শিশুটির পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে। সেক্ষেত্রে ঢাকা থেকে বিশেষজ্ঞ আনা বা হেলিকপ্টারে ঢাকা পাঠানো সবক্ষেত্রেই আমরা সহযোগীতা করবো।
অপরদিকে ডা. জাহেদ মেমোরিয়াল হাসপাতালের গঠন করা তদন্ত কমিটি আজ সভা করবে বরে জানিয়েছেন হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য শওকত আলী জাহিদ। তিনি জানান, শিশুটিকে সহযোগীতার ব্যপারে সভার মাধ্যমেই সিদ্ধান্ত নেয়া হবে। #
0 comments :
Post a Comment