১৫শ শিক্ষার্থী-অবিভাবককে বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার করালেন জেলা প্রশাসক

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার মতাধ্যমিক পর্যায়ের দশটি স্কুলের ১২শতাধিক নারী শিক্ষার্থী ও প্রায় তিনশত অবিভাবক-শিক্ষক ও সুধীজনকে বাল্য বিবাহ না দিতে অঙ্গীকার করালেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া। স্বতস্ফুর্তভাবে এসময় উপস্থিত সকলে বাল্য বিবাহ থেকে সমাজকে রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। 

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য সচেতনতায় শনিবার নারী শিক্ষার্থীদের মধ্যে সেনেটারি ন্যাপকিনসহ অন্যান্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ডিগ্রি পাশের আগে বিয়ে না দেয়ার আহ্বান জানান তিনি। এসময় নারী শিক্ষার্থীদের কেউ উত্তাক্ত করলে তাৎক্ষনিক তাকে (জেলা প্রশাসক) অবহিত করতে প্রত্যেককে নিজের (ব্যক্তিগত) এবং জেলা প্রশাসকের অফিসিয়াল ফোন নম্বর সরবরাহ করেন। জেলা প্রশাসকের আহ্বানে উপস্থিত সকলেই স্বতস্ফুকর্তভাবে সাড়া দিয়ে বাল্য বিবাহ না দেয়ার অঙ্গীকার করেন। 

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুৎফন নাহারের সভাপতিত্বে এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এরাদুল হক, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. আজিজার রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, পৌর মেয়র মোরশেদ রহমান লিমন প্রমূখ উপস্থিত ছিলেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment