ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নাকদি গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়–য়া এক শিশুকে (০৯) ধর্ষনের অভিযোগ শালিশ বৈঠকের মাধ্যমে অর্থের বিনিময়ে নিস্পত্তি করার বলে অভিযোগ উঠেছে।
স্থাণীয়রা জানায়, গত বৃহস্পতিবার ওই শিশুটিকে একই গ্রামের খলিলুর রহমান ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ তোলে শিশুটির পরিবার। গত কয়েকদনি ধরে এ নিয়ে স্থাণীয়ভাবে দেন দরবার চলে।
সোমবার বিষয়টি নিয়ে দাদপৃর ইউনেয়ন পরিষদের কার্যালয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ক্ষতিগ্রস্তের পরিবারকে ২৫হাজার টাকা প্রদান করা হয়।
শালিসকারী চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন জানান, শালিস বৈঠকে ধর্ষনের বিষয়টি প্রমানিত হয়নি। তবে অভিযোগকারীরা দরিদ্র হওয়ায় ধর্ষনের অভিযোগ ওঠা খলিলের পরিবারের নিটক থেকে ২৫হাজার টাকা জরিমানা নিয়ে দেয়া হয়েছে। ধর্ষন না হলে বা অভিযোগ প্রমানিত না হলে কেন জরিমানা আদায় করা হলো জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
এদিকে ওই শিশুর পিতা (ওবায়দুর রহমান) তার শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে দাবী করে জানান, ১০ হাজার টাকা তিনি হাতে পেয়েছেন, বাকি টাকা স্থাণীয় ইউপি সদস্যের মাধ্যমে পরিশোধ করার কথা রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ সংক্রান্তে থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। #
0 comments :
Post a Comment