ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের আপত্তিতে দুটি স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান বন্ধ!

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নের দুটি স্কুলের বাষিংক ক্রিড়ানুষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে বলে দাবী করা হয়েছে।

রোববার রাত সাতটার দিকে ইউনিয়নের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় বঙ্গেশ্বরদীতে জরুরী সাংবাদিক সম্মেলনে বিদ্যালয়টির সভাপতি মো. আবুল খায়ের মিয়া অভিযোগ করেন বিশেষ অতিথি হিসেবে একজন বিশিষ্ট ব্যাবসায়ীর নাম চিঠিতে দেখেই ক্ষুব্দ হয়ে ওঠেন চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান বেগম শামসুন্নাহার মহিদ। এসময় তিনি ক্রিড়ানুষ্ঠান বন্ধ করে দেয়ার মৌখিক নির্দেশ দেন। এতে শংকায় ২৮ জানুয়ারী অনুষ্ঠিতব্য বাষিংক ক্রিড়ানুষ্ঠানট বন্ধ করে দেয়ার ঘোষনা দেন তিনি (সভাপতি)।

সাংবাদিক সেম্মলনে তিনি আরো উল্লেখ করেন একই অভিযোগে ওই চেয়ারম্যান একদিন আগে ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়ানুষ্ঠানও বন্ধ করে দেন, যা ২৭ জানুয়ারী অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল।

এদিকে এ সাংবাদিক সম্মেলন চলাকালে সেখানে ওই চেয়ারম্যানের সমর্থকরা অনাহুতভাবে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এসময় তারা দাবী করেন, বর্তমান সভাপতি নানাভাবে স্কুলকে ক্ষতিগ্রস্ত করছেন এবং সংশ্লিষ্ট চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যানের নামে অপবাদ দিচ্ছেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment