সানরাইজের তিন শিক্ষকের জেল

ফরিদপুর প্রতিনিধি :
সরকারি নির্দেশ অমান্য করে কোচিং পরিচালনা করায় স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকসহ মোট ৩ জনকে কারাদন্ড দিয়েছে ফরিদপুরের ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বিকেলে এ কারাদন্ড প্রদান করা হয়। দন্ডবিধির  ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবকে প্রত্যককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে আদালত।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুর সানরাইজ প্রি-ক্যাডটে স্কুলে বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান ও হাসান মো: হাফিজুর রহমান এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

আদালত পরিচালনার সময় সানরাইজ প্রি ক্যাডটে স্কুলের পৌর ভূমি অফিস সংলগ্ন শাখায় কোচিং চলছিল। এ সময় সরকারী নিশেধাজ্ঞা অমান্য করে কোচিং করানোর অপরাধে সানরাইজ প্রি ক্যাডটে স্কুলরে অধ্যক্ষ অপরেশ রায় (৪৬), দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ০১ (এক) মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

একই অপরাধে একই স্কুলের শিক্ষক প্রদীপ ঘোষ (৩২), এবং জয়ন্ত ঘোষ (২৫) কে আদালত দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় প্রত্যেককে ১ (এক) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া জানান, সরকারী সিদ্ধান্ত মোতাবেক বার বার কোচিং বন্ধে অনুরোধ ও সতর্ক করা হলেও অনেকেই মানছেন না। তাই প্রশাসন এই ব্যাপারে কঠোর হয়েছে। কোচিং এর বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

দন্ডপ্রাপ্তদের ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment