ফরিদপুরে ক্ষুব্দ হয়ে স্কেবেটর পুড়িয়ে দেয়ার অভিযোগ!

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নর্থ চ্যানেল ইউনিয়নের চর টেপুরাকান্দিতে মাটি কাটার কাজে নিয়োজিত একটি স্কেবেটর (বেকু) পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংক্ষুব্দ এক ব্যাক্তির বিরুদ্ধে। মোবাইল কোর্টের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ওই ব্যাক্তিকে ৫০হাজার টাকা জরিমানা করায় সে ক্ষুব্দ হয়ে দলবল নিয়ে সোমবার দিবাগত মধ্য রাতে এঘটনা ঘটায় বলে জানিয়েছেন স্কেবেটরের মালিক খলিফা কামাল উদ্দিন। অগ্নিসংযোগে নেতৃত্বদানকারী ডিক্রিরচর ইউপি চেয়ারম্যানের ভাই বলেও জানান তিনি।

স্কেবেটরের মালিক খলিফা কামাল উদ্দিন আরো জানান, ইউনিয়নের গোলডাঙ্গী ব্রীজের সন্নিকট থেকে বালু উত্তোলনের অভিযোগে রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত জ্রেজার জব্দ ও পাশের ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যানের ভাই মো. জাহাঙ্গীর ফকিরকে ঘটনাস্থল থেকে আটক করে ৫০হাজার টাকা জরিমানা করে। এঘটনার পর সে ক্ষুব্দ হয়ে ব্যাক্তি মালিকানাধীন জায়গায় থেকে সরকারী সারদা সুন্দরী কলেজের মাটি ভরাট কাজের উন্নয়নে মাটি কাটার কাজে নিয়োজিত থাকা স্কেবেটরটিতে আগুন লাগিয়ে দেয়। এসময় মো. জাহাঙ্গীর ফকির, মো. সাব্বির ফকির, মো. আলমগীর ফকির, ইলিয়াস ফকিরসহ অন্তত ১০-১২ জন উপস্থিত ছিলেন বলে দাবী করেন তিনি। তিনি আরো জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

অপরদিকে এঘটনার সাথে জাহাঙ্গীর ফকির বা তার সহযোগী কারো সম্পৃক্ততা নেই দাবী করা হয়েছে। তার ভাই মো. আলমগীর ফকির বলেন, স্কেবেটর পোড়ানোর ব্যাপারে আমাদের কিছু জানা নেই। প্রতিপক্ষের লোকজন সুযোগ নিতে অপপ্রচার চালাচ্ছে বলে দাবী করেন তিনি। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment