ফরিদপৃর প্রতিনিধি :
পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বলেছেন, সরকার পাটকে প্রধান্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। পরিবেশ রক্ষায় সারা পৃথিবীই এখন প্লাষ্টিকের জায়গায় পাট থেকে উৎপন্ন সামগ্রী ব্যাবহারের উদ্যোগ নিচ্ছে। এতে আগামীতে পাটের চাহিদা সারা বিশ্বব্যাপী বাড়তেই থাকবে।
পাট চাষীদের আয় বৃদ্ধি বিষয়ক দুইদিনের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন পাট ও বস্ত্র মন্ত্রী। মঙ্গলবার এ কর্মশালা শেষ হয়। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রাজ্জাক জুটমিলে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী।
ফরিদপুর জেলা পাট উৎপাদনে অন্যতম উল্লেখ করে পাটমন্ত্রী বলেন, শুধু সরকার নয় বেসরকারি উদ্যোক্তাদেরও পাটকে এগিয়ে নিতে কাজ করতে হবে, তবেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো।
তিনি বলেন, পাট গবেষনায় আমরা অনেক দুর এগিয়েছি, ফলশ্রুতিতে আগামীতে আমাদের আর পাট বীজের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হবেনা। নিজেদের উৎপাদিত ভালমানের বীজ দিয়ে আরো বেশি পাট উৎপাদন করতে পারবো।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা অল্পদিনের পাটের সুদিন আবার ফিরিয়ে আনতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্জাক জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত পরিবেশ ও পাট নিয়ে গবেষকদের মধ্যে সুইডেন থেকে আগত ক্রিস্টিনা ওয়েস্টারগ্রি, মেক্সিকোর ডেনেইলা মেনডোজা এবং ফ্রান্সের কুইটিন মেথুস অংশ নেন।
জুট বরগ ইন্টার ন্যাশনালের (ঔঁঃব ইঙজএ) আয়োজনে দুইদিনের এই কর্মশালায় স্থানীয় ৫০ জন পাট চাষী ছাড়া চারটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। #
পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দোস্তগীর গাজী বলেছেন, সরকার পাটকে প্রধান্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চায়। পরিবেশ রক্ষায় সারা পৃথিবীই এখন প্লাষ্টিকের জায়গায় পাট থেকে উৎপন্ন সামগ্রী ব্যাবহারের উদ্যোগ নিচ্ছে। এতে আগামীতে পাটের চাহিদা সারা বিশ্বব্যাপী বাড়তেই থাকবে।
পাট চাষীদের আয় বৃদ্ধি বিষয়ক দুইদিনের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে কথাগুলি বলেন পাট ও বস্ত্র মন্ত্রী। মঙ্গলবার এ কর্মশালা শেষ হয়। এর আগে সোমবার দুপুর ১২টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার রাজ্জাক জুটমিলে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন মন্ত্রী।
ফরিদপুর জেলা পাট উৎপাদনে অন্যতম উল্লেখ করে পাটমন্ত্রী বলেন, শুধু সরকার নয় বেসরকারি উদ্যোক্তাদেরও পাটকে এগিয়ে নিতে কাজ করতে হবে, তবেই আমরা কাঙ্খিত লক্ষ্যে পৌঁছুতে পারবো।
তিনি বলেন, পাট গবেষনায় আমরা অনেক দুর এগিয়েছি, ফলশ্রুতিতে আগামীতে আমাদের আর পাট বীজের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হবেনা। নিজেদের উৎপাদিত ভালমানের বীজ দিয়ে আরো বেশি পাট উৎপাদন করতে পারবো।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা অল্পদিনের পাটের সুদিন আবার ফিরিয়ে আনতে পারবো।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্জাক জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, বিশিষ্ট সাংবাদিক ও কলাম লেখক আবেদ খান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত পরিবেশ ও পাট নিয়ে গবেষকদের মধ্যে সুইডেন থেকে আগত ক্রিস্টিনা ওয়েস্টারগ্রি, মেক্সিকোর ডেনেইলা মেনডোজা এবং ফ্রান্সের কুইটিন মেথুস অংশ নেন।
জুট বরগ ইন্টার ন্যাশনালের (ঔঁঃব ইঙজএ) আয়োজনে দুইদিনের এই কর্মশালায় স্থানীয় ৫০ জন পাট চাষী ছাড়া চারটি দেশের প্রতিনিধিরা অংশ নেন। #
0 comments :
Post a Comment