ফরিদপুরে নৌকা তিনটিতে এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী

ফরিদপুর প্রতিনিধি :
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের আট উপজেলায় চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ দুইটিতে আওয়ামী লীগ বিদ্রোহী এবং বাকি তিনটিতে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র এমপির সমর্থিত স্বতন্ত্র  প্রার্থীরা জয় পেয়েছেন।

সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন অনুষ্ঠিত নির্বাচন কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্নভাবে শেষ হয়।

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন অফিসের সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার নওয়াবুল ইসলাম জানান, জেলার নয়টি উপজেলার মধ্যে আটটিতে ভোট গ্রহণ করা হয়। আর ফরিদপুর সদর উপজেলায় বিনাপ্রতিদন্দিতায় আওয়ামীলীগের প্রার্থী জয়ী হয়েছেন।

ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন অফিস জানিয়েছে, ফরিদপুরের ৮টি উপজেলার মধ্যে মধুখালী উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান বাচ্চু নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪১ হাজার ৬৬৫ ভোট, বোয়ালমারীতে আওয়ামী লীগের প্রার্থী এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৪৩৪ ভোট, ভাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান হাবিব আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৪৫ হাজার ৫৭ ভোট, সালথা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ওয়াদুদ মাতুব্বর আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ১১২ ভোট, চরভদ্রাসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন ভিপি মুশা টেলিফোন প্রতিক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৬৯৮ ভোট, আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাহিদুল হাসান কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ১৩ হাজার ৬৩০ ভোট, সদরপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাজী শফিকুর রহমান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৫৮২ ভোট এবং নগরকান্দায় আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতিক নিয়ে মনিরুজ্জামান সরদার পেয়েছেন ২৯ হাজার ৬৬৯ ভোট। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment