নগরকান্দা ও সালথায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থীরা

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১৮ মার্চ। এ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটার ও নেতাকর্মীরা। এ দুই উপজেলায়ই আওয়ামীলীগের একটি বড় অংশ রয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের সাথে। জানা গেছে, নগরকান্দা উপজেলায় আওয়ামীলীগের প্রার্থী হয়েছেন মো. মনিরুজ্জামান সরদার। আর তার বিপরীতে প্রার্থী হয়েছেন কাজী শাহ জামান বাবুল। এ উপজেলায় নেতাকর্মীদের বড় অংশ শাহ জামান বাবুলের পক্ষ নিয়ে কাজ করেছেন। স্থানীয় নেতাকর্মীদের দাবী, মনিরুজ্জামান সরদার দীর্ঘ সময় ধরে উপজেরা চেয়ারম্যান হিসেবে ক্ষমতায় থাকাকালে নেতাকর্মী বা ভোটারদের চাহিদা পূরণ করতে পারেনি। দলীয় কর্মকান্ডেও সক্রিয় ছিলেন না। ফলে আগে থেকেই নেতাকর্মীদের তার সাথে যোগাযোগ কম ছিল। ফলে যেমনিভাবে নেতাকর্শীদের থেকে নিতি দুরে রয়েছেন একইভাবে ভোটারদের থেকে তিনি দুরে থাকায় এ উপজেরায় স্বতন্ত্র প্রার্থী শাহ জামান বাবুলের অবস্থান অনেকটাই ভালো।

অপরদিকে সালথা উপজেলায়ও একই অবস্থা। নৌকার টিকেট পাওয়া মো. দেলোয়ার হোসেন র্দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে অনুপস্থিত থাকায় জনবিচ্ছিন্ন রয়েছেন। ফলে দলীয় নেতাকর্মী ও ভোটারদের কাছে তার অবস্থান দুর্বল। কিন্তু তার বিপরীতে থাকা বিদ্রোহী প্রার্থী হয়েছেন আ. ওয়াদুদ মাতুব্বর। তিনি স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে সসক্রিয় তাকায় নেতাকর্মীরা তার দিকেই ঝুঁকেছেন। স্থানীয় ভোটারদের দাবী এ উপজেলায় সুষ্ঠু নির্ভাচন অনুষ্ঠিত হলে ওয়াদুদের বিজয়ী হতে পারেন।   #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment