ফরিদপুর প্রতিনিধি :
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-১৫ (ফরিদপুর-রাজবাড়ী) উপ-নির্বাচনে সংসদ সদস্য
হতে চান উলফাত জাহান মুন। মুনের দাবী সেবাই তার মূল লক্ষ্য। তিনি মনে করেন, গণমানুষের সেবা করতে চাইলে
একটি প্লাট ফরমে থাকা দরকার, তাই তিনি সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হয়ে গণ মানুষের সেবায় কাজ করতে চান।
মুন ঢাকার তুরাগে অবস্থিত আপ-ডেট ডেন্টাল
কলেজ, ইষ্ট ওয়েষ্ট নার্সিং ইনিস্টিটিউটও
ও ইষ্ট ওয়েষ্ট নার্সিং কলেজের চেয়ারম্যান এবং জাপান ল্যাংগুয়েজ স্কুল, ফজলুল করিম হাসপাতাল, আলিম ফাউন্ডেশন এবং আইচি ইন্টারন্যাশনাল
বিজনেস কোঅপারেশন লি: এর ব্যাবস্থাপনা পরিচালক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
এছাড়াও বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক, বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব নার্সিং
কলেজ এ্যান্ড ইনিষ্টিটিউটের সেক্রেটারী জেনারেল এবং রোটারী ইন্টার ন্যাশনাল জেলা- ৩২৮১, বাংলাদেশ এর ডেপুটি গভর্ণরের
পদে অধিষ্টিত হওয়া ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। #
0 comments :
Post a Comment