ফরিদপুরে বিদ্যুৎ ব্যাবহার বিষয়ে সচেতনতা

ফরিদপুর প্রতিনিধি :
ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌছে দেয়ার প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নে “আমার লাইন আমার বিদ্যুৎ” শ্লোগানে বিদ্যুৎ ব্যাবহারে সচেতনতা বৃদ্ধিতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে সদর উপজেলার কৈজুরীতে কবি জসিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে কবি জসিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজে অনুষ্ঠিত বেঠকে জেনারেল ম্যানেজার (জিএম) আবুল হাসানের সভাপতিত্বে বিদ্যুতের অপচয় রোধ ও নিরাপদে বিদ্যুৎ ব্যাবহারে সকলকে সচেতন থাকতে পরামর্শ প্রদান করেন ডিজিএম মো. আব্দুর রশীদ, এজিএম মো. হাবিবুর রহমান ও মো. আরিফুজ্জামান, জুনিয়র প্রকৌশলী মো.মেহেদী হাসান, এসদর-১০ এর এলাকা পরিচালক প্রকৌশলী এফ.এম. আবুল বাসার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ফকির মো. ছিদ্দিকুর রহমান।

বক্তারা বিদ্যুত সংক্রান্ত যে কোন সমস্যা তাৎক্ষণিক অফিসকে অবহিতকরাসহ বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি রোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। এসময় বিদ্যুত সংযোগের উদ্ধ্যেশে কাউকে কোন ধরণের টাকা পয়সা না দেয়াসহ নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধের আহ্বান জানানো হয় বৈঠক থেকে। স্কুলের শিক্ষার্থীদের এবিষয়ে সচেতন থাকতে আহ্বান জানানো হয়। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment