ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরছ আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে। রোববার ভোরে (বাদ ফজর) কয়েক লাখ জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষনা করেন গদিনাসীন পীর শাহসুফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী আল ওরসী। পরে দরবারের কয়েকশত দরিদ্র জাকেরানদের মধ্যে নগদ অর্থ সাহায্যস্বরুপ বিতরণ করেন গদিনশিন পীর।
তিনি জানান, ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর মাজার জেয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ সমাপ্ত হবে।
পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হরযত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ শাহচন্দ্রপুরী (রহঃ) এর বেছালত দিবস উপলক্ষ্যে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের লাখ লাখ ভক্ত আশেকান ওরছে অংশ নেন। #
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বার্ষিক ওরছ আগামী ১৫ জানুয়ারী বুধবার অনুষ্ঠিত হবে। রোববার ভোরে (বাদ ফজর) কয়েক লাখ জাকেরানের উপস্থিতিতে এ তারিখ ঘোষনা করেন গদিনাসীন পীর শাহসুফী সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী আল ওরসী। পরে দরবারের কয়েকশত দরিদ্র জাকেরানদের মধ্যে নগদ অর্থ সাহায্যস্বরুপ বিতরণ করেন গদিনশিন পীর।
তিনি জানান, ১৪ জানুয়ারী মঙ্গলবার রাত থেকে ভক্ত আশেকানরা উপস্থিত হয়ে রাতভর জিকির আসকার ও কোরআন তেলাওয়াত এবং ওয়াজ নসিয়তে অংশ নিবেন। ১৫ জানুয়ারী বুধবার ভোরে ফজরের নামাজ আদায়ের পর চন্দ্রপুরীর মাজার জেয়ারত ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ওরছ সমাপ্ত হবে।
পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হরযত মাওলানা শাহসুফি সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ শাহচন্দ্রপুরী (রহঃ) এর বেছালত দিবস উপলক্ষ্যে প্রতি বছর এ ওরস অনুষ্ঠিত হয়। দেশ বিদেশের লাখ লাখ ভক্ত আশেকান ওরছে অংশ নেন। #
0 comments :
Post a Comment