ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীত উপজেলার দৈবকীনন্দনপুর গ্রামের কুলসুম হত্যাকান্ডের বিচার দ্রæততম সময়ের মধ্যে সম্পন্ন করার দাবী মামলার বাদী ও পরিবারের। তাদের দাবী এরই মধ্যে এক আসামী বিদেশে পাড়ি জমিয়েছে, আরো একাধিক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
মামলার বাদী ও নিহতের ছেলে ই¯্রাফিল ফকির জানান, পুর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের আসামীরা ২০১৫ সালের ১৫জুন রাত সোয়া দুইটার দিকে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে কুলসুম বেগম (৬০) কে জবাই করে হত্যা করে। ঘটনার পর নিহতের পুত্র ই¯্রাফিল ফকির বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখ আরো ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা রুজু করেন। মামলাটি তদন্ত কর্মকর্তার অভিযোগপত্র প্রতিবেদন দাখিলের পর মামলাটি ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন রয়েছে। বাদীর দাবী জাহাঙ্গীর শেখ নামের একজন আসামী এরই মধ্যে বিদেশে চলে গেছে, আরো একাধিক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া জামিনে থাকা আসামীরা হুমখী দিচ্ছে। আদালতের প্রতি আস্থা রেখেই বাদী দাবী করেন আসামীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে ও হুমকী থেকে রক্ষা পেতে দ্রæততম সময়ে বিচার সম্পন্ন করার। #
ফরিদপুরের বোয়ালমারীত উপজেলার দৈবকীনন্দনপুর গ্রামের কুলসুম হত্যাকান্ডের বিচার দ্রæততম সময়ের মধ্যে সম্পন্ন করার দাবী মামলার বাদী ও পরিবারের। তাদের দাবী এরই মধ্যে এক আসামী বিদেশে পাড়ি জমিয়েছে, আরো একাধিক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
মামলার বাদী ও নিহতের ছেলে ই¯্রাফিল ফকির জানান, পুর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের আসামীরা ২০১৫ সালের ১৫জুন রাত সোয়া দুইটার দিকে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে কুলসুম বেগম (৬০) কে জবাই করে হত্যা করে। ঘটনার পর নিহতের পুত্র ই¯্রাফিল ফকির বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখ আরো ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা রুজু করেন। মামলাটি তদন্ত কর্মকর্তার অভিযোগপত্র প্রতিবেদন দাখিলের পর মামলাটি ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন রয়েছে। বাদীর দাবী জাহাঙ্গীর শেখ নামের একজন আসামী এরই মধ্যে বিদেশে চলে গেছে, আরো একাধিক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া জামিনে থাকা আসামীরা হুমখী দিচ্ছে। আদালতের প্রতি আস্থা রেখেই বাদী দাবী করেন আসামীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে ও হুমকী থেকে রক্ষা পেতে দ্রæততম সময়ে বিচার সম্পন্ন করার। #
0 comments :
Post a Comment