ফরিদপুরে ওয়ালটনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মো. মনিরুল ইসলাম টিটো :
উৎসবমুখর পরিবেশে ফরিদপুরে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম (ডব্লিউএসএমএস) প্রীতি ফুটবল ম্যাচ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলার মহাবিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্টিত হয়। 

ম্যাচে ডব্লিউএসএমএস ফরিদপুর একাদশ ও ডব্লিউএসএমএস মানিকগঞ্জ একাদশের পক্ষে ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম (ডব্লিউএসএমএস) এর বিভিন্ন পর্যায়ে কর্মরতরা অংশ নেয়।

বেলা পৌনে তিনটায় খেলা শুরু হয়। খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম অতিরিক্ত পরিচালক হেড অব সার্ভিস মো. নিয়ামুল হক।

এসময় হেড অব মনিটরিং ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ ইমতিয়াজ এবং টুর্ণামেন্ট সভাপতি ও ফরিদপুর জোনের মনিটরিং অফিসার কৃষ্ণ বিশ্বাস, অপারেশন বিভাগের কোঅর্ডিনেটর সাজেদুল হক উপস্থিত ছিলেন।

ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ খেলার ২০মিনিটের মাথায় ফরিদপুরের পক্ষে মো. সাব্বির গোল করে ফরিদপুরকে প্রথম অর্ধে এগিয়ে রাখে। পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ১৩ মিনিটের মাথায় মানিকগঞ্জের খেলোয়ার মো. সোহান গোল পরিশোধ করে খেলায় সমতা আনেন। এবং দ্বিতীয়ার্ধের খেলার ২৮ মিনিটের সময় মানিকগঞ্জের খন্দকার আবুল কালাম আজাদ ফ্রিকিকের সুযোগ পেয়ে কাজে লাগিয়ে দলকে এক গোলে এগিয়ে রাখেন। অতপর আর কোন গোল না হওয়ায় মানিকগঞ্জ একাদশ প্রতিপক্ষ ফরিদপুর একাদশকে ০২-০১ গোলের ব্যাবধানে পরাজিত করেন। 

প্রীতি ম্যাচে মো. বসির আহমের রেফারির এবং মো. নাসির হোসেন ও মো. নাজমুল ইসলাম লাইনস ম্যানের দ্বায়িত্ব পালন করেন। 

ফরিদপুর একাদশের পক্ষে শামীম হেলাল (ক্যাপ্টেন), মনোয়ার, রাজিব, পঙ্কজ, আজিজ, রবিউল, আল-আমীন, রায়হান, সাব্বির, ফজলু, আসলাম, রাসেল, সাকলাইন এবং সাহিদ অংশ নেন।

মানিকগঞ্জ একাদশের পক্ষে ফিরোজ মাহমুদ (ক্যাপ্টেন), মেহেদি, সোহান, শাওন, দেলোয়ার, টিপু, লেমন, সোহেল, রিপন, তোফায়েল, সুজন, রাসেল, রমজান, নজরুল ও রাকিব অংশ নেন।

বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। খেলার বিভিন্ন পর্যায়ে টান টান উত্তেজনায় মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে।

খেলা শেষে উভয় দলের খেলোয়ার ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার তুলের দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে নিয়ামুল হক বলেন, এধরনের আয়োজন ওয়ালটন সার্ভিস ম্যানেজমেন্ট সিস্টেম (ডব্লিউএসএমএস) এ কর্মরতদের মনে উৎসাহ ও উদ্দিপনার সঞ্চার করবে। কর্মজীবনে তারা আরো বেশী উদ্দীপ্ত হবে। প্রধান অতিথি তার বক্তব্যে নিয়মিত এ ধরনের আয়োজন করা হবে বলে জানান।

রঙ্গরস :
প্রীতি ম্যাচ হওয়ার সুবাদে ম্যাচটি ছিল উপভোগ্য। খেলোয়ার হিসেবে অংশ নেয়া হেড অব মনিটরিং ইঞ্জিনিয়ার শাহ মোহাম্মদ ইমতিয়াজ প্রথমার্ধে মানিকগঞ্জের পক্ষে খেললেও দ্বিতীয়ার্ধে তাকে জার্সি পরিবর্তন করে ফরিদপুর একাদশের পক্ষে খেলতে দেখা যায়। আরেক কর্মকর্তা ইঞ্জিনিয়ার ফিরোজ মাহমুদ খেলা শেষে দাবী করেন উভয় পক্ষের তিনটি গোলই তিনি নিজেই করেছেন। যা উপস্থিত সকলের হাসি আনন্দের খোরাক যোগায়। প্রীতি শ্যাচটিকে কেন্দ্র করে বৃহত্তর ফরিদপুরের সকল জেলার কর্মরতরা উপস্থিত ছিলেন, এতে মিলন মেলায় পরিনত হয় মহাবিদ্যালয় প্রাঙ্গণ।  #



মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment