যশোর : নড়াইলে খাদ্যে বিষক্রিয়ায় তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া জামেয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমী মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
এছাড়া অসুস্থ ২০ ছাত্রকে নড়াইল, যশোর ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মৃতরা হলো- মাদ্রাসার জামায়াত বিভাগের ছাত্র নড়াইল সদর উপজেলার নড়াইলের বড়গাতি গ্রামের জব্বার হোসেনের ইমামুল হক (১৬), সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মোরাদ শেখের ছেলে ও ক্বেরাত বিভাগের ছাত্র আলিফ (৯) এবং শোভারঘোপ গ্রামের আফছার শেখের ছেলে মো. আশরাফুল (১৬)।
মাদ্রাসার জামায়াত বিভাগের শিক্ষক মো. ইব্রাহিম জানান, বুধবার রাতে মাদ্রাসার ছাত্ররা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১২টার দিকে ইমামুল হক (১৬) নামে এক ছাত্র প্রথমে অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে থাকে। নড়াইল সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যৃ হয়। এরপর পর্যায়ে অন্য ছাত্ররা অসুস্থ হয়ে পড়লে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন আলিফ (৯) নামে আরেক ছাত্রের মৃত্যু হয়। এ ছাড়া খুলনায় নেওয়ার পথে আশরাফুল (১৬) নামে আরেক ছাত্রের মৃত্যু হয়।
এ ছাড়া গুরুতর অসুস্থ ভদ্রবিলা ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মুজিবর মোল্লার ছেলে আব্দুল্লাহ আল মামুন (১৮), হামিদুর রহমানের ছেলে সেজান (১২), বাহিরগ্রামের মনিরুল বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (১৩), মফিজুর রহমানের ছেলে মনিরুল (১২), সিঙ্গা গ্রামের ইউনুছ মোল্লার ছেলে সাইদুল (১৩), শুভারঘোপের মশিয়ার মোল্লার ছেলে মুস্তাকিন (১৫), কুদ্দুস শেখের ছেলে ওসমান (১১), দিলু সিকদারের ছেলে রেজওয়ান (১০) ও নিরালী গ্রামের লিটু মিয়ার ছেলে আব্দুর রবকে (৮) নড়াইল সদর হাপসাতালে ভর্তি করা হয়েছে। এরা ওই মাদ্রাসার বিভিন্ন বিভাগে ছাত্র।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অনিক সাহা জানান, খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অসুস্থদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
0 comments :
Post a Comment