শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) :
অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামানকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করায় মধুখালীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রশাসনের আয়োজনে ও মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ফরিদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল আকনের সঞ্চালনায় শুক্রবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান , বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান মোল্যা, বাংলাদেশ আওয়ামীলীগ উপজেলা শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু।
আলোচনা সভায় বক্ত্য রাখেন সরকারী আইনউদ্দিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নাজমুল হক, খুলনা জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ গুহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনমধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর পিতা খন্দকার মোরশেদ রহমান লিমন,প্রধান অতিথির দুলাভাই ও অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন।
সংবর্ধনায় প্রধান অতিথিকে ক্রেষ্ট উপহার দেওয়া হয় । জাকজমকপূর্ন সংবর্ধনায় প্রধান অতিথি ফুলেফুলে শিক্ত হয়ে আনন্দ অশ্রু নয়নে তিনি তার বক্তব্যে বলেন আজ আপনরা আমাকে যে ভালবাসা আর শ্রদ্ধা দিলেন আমি কখনও সেটা ভুলব না । আপনাদের এই ভালবাসায় আমাকে ঋনে বাধলে দায়ীত্বও বারিয়ে দিলেন।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্কুল কলেজের শিক্ষকগন অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ন করেন ।
0 comments :
Post a Comment