শাহজাহান হেলাল :
মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাউড়াকান্দী ফেরীঘাটে ২০কেজী গাজাসহ র্যাবের হাতে আটক-২।
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পর সুত্রে জানা গেছে র্যাবের একটি আভিাযানিক দল বুধবার দুপুর পৌনে ২টায় ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন মালিগ্রাম বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাউড়াকান্দি ফেরীঘাটস্থ রাজ হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট এর ভিতরে দুইজন মাদক ব্যবসায়ী কিছু মাদকদ্রব্য বিক্রয়ের উদ্যেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক২টায় উল্লেখিত হোটেলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত হোটেল হতে দুইজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে তাদের নাম যথাক্রমে (১) মোঃ সোহেল হাওলাদার (২৭), পিতা-মোঃ মজিবুর হাওলাদার, সাং-আটিপাড়া, থানাঃ দাসার, জেলাঃ মাদারীপুর (২) মোঃ শামীম হোসেন (২২), পিতা-মোঃ দুদু মিয়া, সাং-বসন্তপুর, থানাঃ কোতয়ালী, জেলাঃ কুমিল্লা বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে তাদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা উল্লিখিত নাম ঠিকানা জানায়। অতঃপর আভিযানিক দলের সদস্যরা উপস্থিত সাীদের সম্মূখে ধৃত ০১নং আসামী তার নিকট থাকা কালো রংয়ের ট্রাভেল ব্যাগে রতি ১১ কেজি এবং ০২নং আসামী তার নিকট থাকা অপর আরেকটি কালো রংয়ের ট্রাভেল ব্যাগে রতি ০৯ কেজি গাঁজা গ্রেফতারকৃত আসামীদ্বয় নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক গাঁজা সম্পর্কে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক গাঁজা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
0 comments :
Post a Comment