৫৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস নোট :
র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৭ জুলাই ২০১৬ ইং তারিখ ২০৪০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন ভাঙ্গা রাস্তার মোড় এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গৌর লীপুর এলাকার লাশ কাটা ঘরের পাশে অবস্থিত জনৈক সালাম শেখ এর বসত ঘরের পাশে পাকা রাস্তার উপর একজন লোক মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২০৫৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে আভিযানিক দলের সদস্যরা তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ বারেক খাঁ(৪২), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ মৃত বাবু খাঁ, সাং-গৌর লীপুর, থানা-কোতয়ালী, জেলাঃ ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে এবং উপস্থিত সাীদের সম্মূখে ধৃত আসামী তার পরিহিত টি-শার্টের বাম পকেট হতে ০২টি নীল রংয়ের প্লাষ্টিকের প্যাকেটে রতি লালচে গোলাপী রংয়ের সর্বমোট ৫৬৫ পিস কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট, মাদক বিক্রীত নগদ ৩১৯৫/-(তিন হাজার একশত পচানব্বই) টাকা নিজ হাতে বের করে দেয়। এবং আভিযানিক দলের সদস্যরা তার দখল হতে একটি কালো রংয়ের পিছনে ক্যামেরা যুক্ত ঝণগচঐঙঘণ, মডেল-ইখ৪৬, যাতে (১টি গ্রামীন সিমকার্ড সংযুক্ত) ও একটি সাদা রংয়ের পিছনে ক্যামেরা যুক্ত ঝঅগঝটঘএ উটঙঝ, মডেল-এঞ-ঊ২২৫২ মোবাইল সেট (১টি গ্রামীন সিমকার্ড সংযুক্ত) উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এবং আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে

এ ব্যপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment