ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর স্টেশন রোডে ব্যক্তি মালিকানাধীন স্বর্ণা কিনিকে চিকিৎসা অবহেলায় সুবর্ণা (২২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত সুবর্ণা উপজেলার চতুল গ্রামের হাসান শেখের স্ত্রী ও বাইখির গ্রামের দেলোয়ার চৌকিদারের মেয়ে।
নিহতের বাবা দেলোয়ার জানান, বুধবার বিকেলে ওই কিনিকে আমার অন্ত:সত্তা মেয়েকে বাচ্চা প্রসবজনিত প্রয়োজনে ভর্তি করা হয়। ওইদিন রাতেই ডা. তাপস পাল অপারেশন করলে মেয়ে সন্তানের জন্ম হয়। তিনি জানান, নবজাতক ও মেয়ে সুস্থ থাকলেও বৃহস্পতিবার সকাল ৭টায় মেয়ে অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি কিনিক কর্মকর্তাদের জানানো হলে নার্স রিতা শারমিন ইনজেকশান প্রয়োগ করে। ইনজেকশান প্রয়োগের ৫/৭ মিনিটের মাথায় ছটফট করতে করতে প্রসুতির মৃত্যু হয়।
তিনি অভিযোগ করেন, ওই কিনিকের ডাক্তার না থাকায় ও নার্সদের অবহেলা সময়মত চিকিৎসা না দেয়ায় তার মেয়ের মৃত্যু হয়েছে।
এই খবর পেয়ে এলাকার কয়েকশত লোক এসে স্বর্ণা কিনিক ঘেরাও করে। এসময় চতুল ইউপি চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু ঘটনাস্থলে এসে লোকজনদের শান্ত করে ফিরিয়ে নিয়ে যায়।
স্বর্ণা কিনিকের মালিক ও পৌর আ’লীগের সভাপতি আ. আলীম মোল্যা বলেন, উচ্চ রক্তচাপে হার্ট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। নার্স বা চিকিৎসা অবহেলার কথা অস্বীকার করেছেন তিনি।
কিনিকের নার্স রিতা শারমিন বলেন, বৃহস্পতিবার ভোরে সুবর্ণার শ্বাস কষ্ট হলে ফোনে ডাক্তারের পরামর্শ মত ফাইলিন ও কটসন ইনজেকশন দেয়া হয়। এর ৫মিনিট পরে সুবর্ণার মৃত্যু হয়।
এ ব্যাপারে ডাক্তার তাপস কুমার পাল বলেন, বুধবার বিকেলে সিজারের পর থেকে রোগিকে পর্যবেনে রাখা হয়। বৃস্পতিবার সকালে নার্স তাকে শ্বাস কষ্টের কথা জানালে ওই ইনজেকশন দিতে বলি। তার মৃত্যুর কোন কারন খুঁজে পাচ্ছি না।
নাম প্রকাশ না করা শর্তে কিনিকের অন্য রোগীর স্বজনেরা জানান, স্থানীয় উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী এক নেতার হস্তক্ষেপে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে, এমনকি লাশের ময়না তদন্ত ছাড়াই তার বাড়ীতে পাঠিয়ে দিয়েছে ।
ময়না তদন্ত না করা প্রসঙ্গে বোয়ালমারী থানার এস আই মো. শহীদুল ইসলাম জানান, চিকিৎসার অবহেলায় রোগী মৃত্যুর কোনো খবর পাইনি। তিনি বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি ।
উল্লেখ, স্বর্ণা কিনিকসহ পৌরসদরের অন্যান্য কিনিকে সার্বনিক ডাক্তার, সনদপ্রাপ্ত নার্স, মানসম্পন্ন অপরেশন থিয়েটার, প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকায় এসব কিনিকে সেবার মান প্রশ্নবিদ্ধ।
এ প্রসঙ্গে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা. তাপস কুমার পাল বলেন, প্রয়োজনীয় সব শর্ত পালন করে স্থানীয় ভাবে কিনিক চালানো কষ্টকর। যেটুকু আছে এলাকাবাসীর উপকার হচ্ছে। #
মো. মনিরুল ইসলাম টিটো
ফরিদপুর ০১৭১৬৩৪৬০৩০
0 comments :
Post a Comment