কে. এম. রুবেল, ফরিদপুর :
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউপি এর মিত্রডাংগা, পাথরঘাটা, বন্যাবাড়ী, জোয়ারিয়া, চাপড়াইল গ্রামের ১০ টি স্পটে অসংখ্য ভাসমান ধাপের উপর বিভিন্ন রকম শাকসবজি ও মশলা চাষের কার্যক্রম পরিদর্শন করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস। এ সময়ে তাঁর সাথে ছিলেন কৃষি সম্প্রসারণ গোপালগঞ্জ এর উপ-পরিচালক কৃষিবিদ সমির কুমার গোস্বামী, ডিটিও, ইউএও, এইও, সংশ্লিষ্ট এসএএও গন এবং ভাসমান ধাপের উপর শাকসবজি উৎপাদনকারী কৃষকগণ। উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চল এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ কিংকর চন্দ্র দাস। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন, বরেন্দ্র নাথ বিশ্বাস, শ্রীবাস বিশ্বাস, শক্তিপদ কীর্তনীয়া, তারা পদ বালা।
0 comments :
Post a Comment