বোয়ালমারী সংবাদদাতা :
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ভূমি কার্যালয় চত্বরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ‘সেবা নীড়’। গত ২৬ জুলাই ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্ম সচিব) এমডি আল আমিন এটির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. একেএম কামরুজ্জামান সেলিম, অ্যাড. কোরবান আলী, অধ্যক্ষ লিয়াকত হোসেন লিটন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনারের (ভূমি) অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান।
তিনি জানান, ভূমি কার্যালয়ে সেবা নিতে আসা জনগণের দূর্ভোগ লাঘবে, হয়রানি মুক্তভাবে এক কেন্দ্র থেকে সেবা দিতে ও সেবাগ্রহীতাদের বিশ্রামের ব্যবস্থা করতেই এ সেবা নীড়টি স্থাপন করা হয়েছে। প্রসঙ্গত দৃষ্টিনন্দন এ সেবা নীড়ে টাইলস সজ্জিত বসার ব্যবস্থা, বৈদ্যুতিক পাখাসহ সেবা গ্রহীতাদের আরামদায়ক পরিবেশে সেখানে অবস্থানের পরিবেশ রাখা হয়েছে। ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমানের প্রচেষ্টায় জেলা পরিষদ ঘর নির্মাণে অর্থ বরাদ্দ দেয়।
0 comments :
Post a Comment