প্রেস নোট :
এ ব্যপারে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।
র্যাব-৮, র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ২৬ জুলাই ২০১৬ ইং তারিখ ১৯৫০ ঘটিকায় সময় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন বেলগাছি পুরান বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ১৪নং খানগঞ্জ ইউনিয়ন ০৬ নং ওয়ার্ডের খোষবাড়ী সাকিনস্থ জহিরুল ষ্টোর এর মালিক ধৃত আসামী মোঃ জহিরুল ইসলাম @ জহির সহ কতিপয় মাদক ব্যবসায়ী নিয়মিত ভাবে মাদক ব্যবসা করে আসছে এবং অদ্য ২৬-০৭-২০১৬ইং তারিখ মোঃ জহিরুর ইসলাম @ জহির ও মোঃ আব্বাস শেখ (৩২) নামক মাদক ব্যবসায়ীদ্বয় মাদকের একটি চালান নিয়ে জহির ষ্টোরে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এএসপি মোঃ হাফিজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ২০২০ ঘটিকার সময় উল্লেখিত ষ্টোর এর নিকট পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে মোঃ আব্বাস শেখ(৩২), পিতাঃ মিজান শেখ, সাং-খোষবাড়ী, থানা ও জেলাঃ রাজবাড়ী নামক একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং আসামী মোঃ জহিরুল ইসলাম @ জহির পালানোর চেষ্টাকালে তাকে ঘেরাও পূর্বক আটক করে। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ জহিরুল ইসলাম @ জহির (৩৪), পেশা-মাদক ব্যবসা, পিতাঃ-মৃত আঃ মালেক শেখ, সাং-খোষবাড়ী, থানা ও জেলাঃ রাজবাড়ী এবং পলাতক আসামী মোঃ আব্বাস শেখ(৩২), পিতাঃ মিজান শেখ, সাং-খোষবাড়ী, থানা ও জেলাঃ রাজবাড়ী বলে জানায়। আশপাশের লোকজন এবং উপস্থিত স্বাীদের উপস্থিতিতে আভিযানিক দলের সদস্যরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার উল্লিখিত নাম ঠিকানা জানায় এবং স্বীকার করে যে তার কাছে নিষিদ্ধ মাদক ইয়াবা আছে। অতপর আসামীর ষ্টোর তল্লাশি কালে কাঠের তৈরী ক্যাশ বাক্সের নিচ হতে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনে রতি সর্বমোট ১৯৫ পিস লালচে গোলাপী রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট নিজ হাতে বের করে দেয়। উদ্ধারকৃত ইয়াবা সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যপারে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।
0 comments :
Post a Comment