অবশেষে দুই পক্ষের সভা স্থগিত

স্টাফ রিাোর্টার : 
স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুর রহমান ও এক কেন্দ্রীয় নেতার হস্তক্ষেপে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ডাকা আগামীকাল শুক্রবারের পাল্টাপাল্টি সভা স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে আনুষ্ঠানিক এ ঘোষণার পর দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা কমে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন ১৪ জুলাই এ সভা আহ্বান করেন। জঙ্গিবিরোধী কমিটি গঠন ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি নিয়ে আগামীকাল সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল। একই দিন একই সময়ে উপজেলা ডাকবাংলোয় পাল্টা সভা আহ্বান করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ । ১৬ জুলাই এ কর্মসূচি আহ্বান করা হয়। এতে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ বিষয়ে বুধবার বিকেলে জানতে চাইলে মোশাররফ হোসেন বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে মুঠোফোনে সাংসদ আবদুর রহমান আমাকে সভা বন্ধের অনুরোধ করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন আমাকে ফোন করে সভা স্থগিতের আহ্বান জানান। এতে সভা স্থগিতের সিদ্ধান্ত নিই।’ মোশাররফ হোসেন রাত আটটার দিকে পৌর এলাকায় নিজ বাসভবনে নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে সভা স্থগিতের ঘোষণা দেন।
এদিকে সাধারণ সম্পাদক শাহজাহান মিরদাহ বলেন, ‘সভাপতি তাঁর সভা প্রত্যাহার করেছেন। তা জানার পর আমিও আমার পূর্বঘোষিত সভা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি।’
এরপর কয়েকজন নেতা-কর্মী বলেন, এর মধ্য দিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি সভাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে। এতে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি নেমে এসেছে।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment