মীর কাসেম এক মাস সময় পেলেন

প্রতবিদেক :  
মানবতাবরিোধী অপরাধরে দায়ে মৃত্যৃদণ্ড পাওয়া জামায়াতরে নর্বিাহী পরষিদরে সদস্য ও দগিন্ত মডিয়িা করপোরশেনরে চয়োরম্যান মীর কাসমে আলীর রভিউি আবদেন শুনানি পছিয়িে আগামী ২৪ আগস্ট নর্ধিারণ করছেনে আপলি বভিাগ।

সোমবার দুপুর ১২টায় আসামরি সময় আবদেন মঞ্জুর করে প্রধান বচিারপতি সুরন্দ্রে কুমার সনিহার নতেৃত্বাধীন চার বচিারপতরি আপলি বঞ্চে এই আদশে দনে।

আদালতে মীর কাসমেরে পক্ষে সময় আবদেনরে শুনানি করনে অ্যাডভোকটে খন্দকার মাহবুব হোসনে। রাষ্ট্রপক্ষে ছলিনে অ্যার্টনি জনোরলে মাহবুবে আলম।

এর আগে রোববার শুনানরি প্রস্তুতরি জন্য দুই মাসরে সময় চয়েে আবদেন করনে মীর কাসমেরে আইনজীবীরা।

গত ২১ জুন মীর কাসমেরে রভিউি আবদেন শুনানরি জন্য ২৫ জুলাই র্ধায করনে আপলি বভিাগ। গত ১৯ জুন ফাঁসরি দণ্ড থকেে খালাস চয়েে রভিউি আবদেন দাখলি করনে মীর কাসমে আলী। মোট ৮৬ পৃষ্ঠার রভিউি আবদেনে ১৪টি যুক্তি দখেয়িে ফাঁসরি দণ্ড থকেে খালাস চাওয়া হয়ছে।ে

গত ৬ জুন মীর কাসমেরে ২৪৪ পৃষ্ঠার ফাঁসরি র্পূণাঙ্গ রায় প্রকাশ করনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। প্রধান বচিারপতি সুরন্দ্রে কুমার সনিহা, বচিারপতি সয়ৈদ মাহমুদ হোসনে, বচিারপতি হাসান ফয়জে সদ্দিকিী, বচিারপতি মর্জিা হোসইেন হায়দার ও বচিারপতি মোহাম্মদ বজলুর রহমান রায়রে কপতিে স্বাক্ষররে পর তা প্রকাশ করা হয়।

গত ৮ র্মাচ মুক্তযিোদ্ধা জসমিসহ ছয়জনকে নর্যিাতন করে হত্যার দায়ে মীর কাসমেরে ফাঁসরি দণ্ড বহাল রখেে রায় দনে সুপ্রমি র্কোটরে আপলি বভিাগ। মানবতাবরিোধী অপরাধরে মামলায় আপলি বভিাগরে সপ্তম রায় এট।ি

আপলি বভিাগে যুদ্ধাপরাধ মামলায় এর আগে ছয়টি রায়রে মধ্যে চারটতিে জামায়াতরে দুই সহকারী সক্রেটোরি জনোরলে কাদরে মোল্লা ও মুহাম্মদ কামারুজ্জামান, দলটরি সক্রেটোরি জনোরলে আলী আহসান মোহাম্মদ মুজাহদি এবং বএিনপরি স্থায়ী কমটিরি সদস্য সালাউদ্দনি কাদরে চৌধুরীর ফাঁসি র্কাযকর হয়ছে।ে আপলি বভিাগরে আরকে রায়ে জামায়াতরে নায়বেে আমরি দলোওয়ার হোসাইন সাঈদীর সাজা কময়িে যাবজ্জীবন কারাদণ্ড দওেয়া হয়ছে।ে তবে সইে রায়রে  রভিউি এখনো নষ্পিত্তি হয়ন।ি অপরদকিে আপলি বভিাগরে রায়ে জামায়াতরে আমরি মতউির রহমান নজিামীরও ফাঁসি র্কাযকর করা হয়ছে।ে

এ ছাড়া শুনানি চলার মধ্যইে মুক্তযিুদ্ধকালীন জামায়াত আমরি গোলাম আযম ও বএিনপরি প্রাক্তন মন্ত্রী আবদুল আলীমরে মৃত্যু হওয়ায় তাদরে আপলিরে নষ্পিত্তি হয়ে গছে।ে

২০১৪ সালরে ৩০ নভম্বের ট্রাইব্যুনালরে দওেয়া মৃত্যুদণ্ড থকেে বকেসুর খালাস চয়েে আপলি করনে মীর কাসমেরে আইনজীবীরা। আপলিে তার খালাসরে পক্ষে ১৮১টি যুক্তি তুলে ধরা হয়।

২০১৪ সালরে ২ নভম্বের চয়োরম্যান বচিারপতি ওবায়দুল হাসানরে নতেৃত্বাধীন আর্ন্তজাতকি অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসমেকে মৃত্যুদণ্ডরে রায় প্রদান করনে। রাষ্ট্রপক্ষরে আনীত ১১ ও ১২ নম্বর অভযিোগে মুক্তযিোদ্ধা জসমি ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডরে আদশে দনে। এর মধ্যে ১২ নম্বর অভযিোগে সংখ্যাগরষ্ঠিরে ভত্তিতিে রায় প্রদান করা হয়।

এ ছাড়া ২ নম্বর অভযিোগে ২০ বছর, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভযিোগে মীর কাসমে আলীকে সাত বছর করে এবং ১৪ নম্বর অভযিোগে ১০ বছর কারাদণ্ডরে আদশে দনে ট্রাইব্যুনাল। অপরদকিে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভযিোগ থকেে মীর কাসমেকে অব্যাহতি দওেয়া হয়।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment