মধুখালীতে চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) ঃ 
মধুখালী উপজেলা ৪৫ তম জাতীয় আন্তঃ স্কুল-মাদ্রাসা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার ফুটবল চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।  উপজেলার শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ  জয়ী ।
সোমবার বিকেলে উপজেলার ব্রা‏হ্মনকান্দায় অবস্থিত আব্দুর রহমান টেকনিক্যাল কলেজ মাঠে অনুষ্ঠিত চুড়ান্ত খেলায়  অতিথি হিসেবে   বক্তব্য রাখেন  মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান,উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ আউয়াল  আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী  কল্যাণ পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ গুহ,শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান । এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, আব্দুর রহমান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোঃ ইসহাক হোসেন মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী  কল্যাণ পরিষদের  সাধারন সম্পাদক মোঃ রজব আলী মোল্যা সহ  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাধানগন ও সহকর্মি বৃন্দ ।
উপজেলা পর্যায়ে ৫২টি স্কল-মাদ্রাসা  বালক গ্রুপে  অংশ নিয়ে চুড়ান্ত ফুটবল খেলায়  উর্ত্তিন হয়  উপজেলার শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ ও বাগাট উচ্চ বিদ্যালয়। চুড়ান্ত খেলায় বাগাট উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে পরাজিত করে  শুকুর মামুদ স্কুল এন্ড কলেজ  বিজয়ী  হয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় জেলা পর্যায়ে খেলার গৌরব অর্জন করল। খেলার প্রথম আর্ধে শুকুর মামুদ স্কুল এন্ড কলেজের পক্ষে মোঃ হাসিবুল গোল করে ১-০ গোলে দলকে এগিয়ে নিয়ে যান এবং খেলার দ্বিতীয় আর্ধে  উজ্জল দ্বিতীয় গোল করে ২-০গোলের ব্যবধান করলে বাগাট উচ্চ বিদ্যালয়ের পক্ষে কোন গোল করতে না পাড়ায়  ২-০ গোলের ব্যবধানে পরাজয়  মেনেই মাঠ ছাড়তে হয় আর উপজেলায়   এসে দ্বিতীয় স্থান নিয়ে খুশি থাকতে হয়।

অপর দিকে বালিকা গ্রুপে  উপজেলার ৩৮টি স্কুল-মাদ্রাসা অংশ নিয়ে  চুড়ান্ত খেলায় প্রতিযোগিতীয় অংশ গ্রহণ করে  উপজেলার মাকড়াইল সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয় একাদশ বনাম নরকোনা আব্দুর রহমান জুনিয়র স্কুল একাদশ।  চুরান্ত খেলায় নির্ধারিত সময়ে কোন দলই গোল করতে সমর্থ না হওয়ায়  খেলা অমিমাংশিত  ভাবে শেষ হয় । 

ট্রাইব্রেকারে  নরকোনা আব্দুর রহমান জুনিয়র স্কুলকে হারিয়ে  মাকড়াইল সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। উভয়  খেলা পরিচালনা  করেন  মোঃ ফজলুর রহমান । উভয় খেলা  বিদ্যালয়ের  ছাত্র - ছাত্রীসহ  শত শত দর্শক খেলা উপভোগ  করেন।

বিজয়ীদের  হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের  অতিথি বৃন্দ। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment