ফরিদপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস (দুর্নীতির দায়ে বরখাস্তকৃত), ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সত্যজিৎ মুখার্জীকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ১৯টি মামলার আসামি সত্যজিৎ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে ফরিদপুরের ডিবি পুলিশের একটি দল ঢাকার নাখালপাড়া এলাকা থেকে সত্যজিৎকে গ্রেফতার করে। পরে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, চাঁদাবাজি, দুর্নীতি ও নানা অপকর্মের অভিযোগে দুদকসহ থানায় সত্যজিতের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
অভিযোগ রয়েছে, মন্ত্রীর এপিএস থাকাকালে সময়ে দুর্নীতির মাধ্যমে অল্প দিনেই কয়েক কোটি টাকার সম্পদের মালিক বনে যান সত্যজিৎ। পরে মন্ত্রী তাকে বরখাস্ত করেন।
0 comments :
Post a Comment