ফরিদপুরের বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ৩ শ্রমিকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক। রোববার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
সকাল থেকেই ফরিদপুরে বৃষ্টি হচ্ছিল। বেলা ১টার দিকে ঝড় শুরু হয়। ঝড়ে বাখুন্ডা এলাকার জোবাইদা করিম জুট মিলের একটি শেড ভেঙ্গে পড়ে এক নারীসহ তিন শ্রমিক নিহত হয়। নিহত তিন শ্রমিকের মধ্যে হযরত আলী নামের একজনের পরিচয় পাওয়া গেছে। অপর নারী ও পুরুষ শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। আহত হয় অন্তত ৫০ শ্রমিক। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঝড়ে গাছ চাপা পড়ে জসিমনগর এলাকায় বিরেন সিকদার ও কৃষ্ণনগর এলাকার আবুল হোসেন নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।
এরিপোর্ট লেখা পর্যন্ত ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা থেকে আসা ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছিল।
এছাড়া সদর, মধুখালীসহ বিভিন্ন এলাকায় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত এবং কয়েক হাজার গাছপালা ভেঙ্গে পড়ার খবর পাওয়া গেছে।
এদিকে ঝড়ের কারনে দুপুর থেকেই বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
ফরিদপুর, ২১ আগস্ট ১৬
0 comments :
Post a Comment