ফরিদপুরে রং তুলির আচড়ের অপেক্ষায় ৭৩৪ মন্ডপের প্রতিমা

ফরিদপুর প্রতিনিধি :
বিগত বছরের ন্যায় ফরিদপুর জেলাজুড়ে চলছে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দূর্গা পুজার প্রস্তুতি। জেলার নয়টি উপজেলায় স্থাপন করা ৭৩৪টি মন্ডপে তৈরি করা প্রতিমাগুলো অপেক্ষায় রয়েছে শেষ রংতুলির আচড়ের। 

দুর্গা, গণেশ, কার্তিক, লক্ষি, স্বরস্বতী সহ দেবদেবীদের মুর্তি তৈরির কাজ এরইমধ্যে শেষ হয়েছে মন্ডপগুলোতে। এখন প্রতিমা শুকানোর অপেক্ষায় রয়েছেন কারিগরেরা। শুকিয়ে গেলে রং তুলির আচড়ে ফুটিয়ে তোলা হবে মুর্তিগুলোর পূর্ণ রুপ। ২০ কার্তিক প্রতিমাকে খাটে তোলা হবে। তবে শেষ মুহুর্তে গেট প্যান্ডেল তৈরির কাজ চলছে পুরোদমে।

এদিকে প্রতিমা তৈরি উপকরণের সংকট রয়েছে বলে দাবী কারিগরদের। 

আর সনাতন ধর্মাবলম্বীদের দাবী বিগত বছরের ন্যায় এবছরও ধুমধামে উদযাপিত হবে পুজা।

ফরিদপুর জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ সাহা জানান, শান্তিপূর্ণ পুজা উদযাপনে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সবধরণের সহযোগীতা রয়েছে বলেও জানান তিনি। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment