মধুখালীতে সন্ত্রাসীদের কর্মকান্ডে পদ্মা সেতুর পাথর সরবরাহ করতে পারছে না ঠিকাদার

নাজিম বকাউল :
ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রেল স্টেশনে ভারত থেকে আনা পদ্মা সেতুর পাথর সরবরাহকারী প্রতিষ্ঠান দানা ট্রেডিং ও ওভারসীস কমার্স প্রতিষ্ঠান দুটি সন্ত্রাসীদের কর্মকান্ডে সময়মত পদ্মা সেতুর নির্মাণের পাথর সরবরাহ করতে পারছে না। অভিযোগ সূত্রে জানা যায়, পদ্মা সেতু নির্মাণের জন্য পাথর ভারত থেকে এলসি-র মাধ্যমে দুইটি ঠিকাদারী প্রতিষ্ঠান মধুখালী রেল স্টেশনে পাথর এনে আনলোড করে। পরবর্তীতে মধুখালী থেকে সেই পাথর ট্রাকের মাধ্যমে পদ্মা সেতুর প্রকল্প স্থানে পৌছে দেয় তারা। মধুখালীর আলমগীর বাহিনী এই পাথর সরবরাহ ও আনলোড করতে বাঁধা প্রদান করছে বলে জানা গেছে। 
সাম্প্রতিক ওই সরবরাহকারী প্রতিষ্ঠানের এক ম্যানেজারকে মারধোর করে সাড়ে আট লক্ষ টাকা চাঁদা দাবী করে আলমগীর বাহিনী। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে বেধরক মারপিট করা হয়। পরবর্তীতে জোরপূর্বক চাঁদা আদায়ের লক্ষ্যে স্ট্যাম্পের উপর ম্যানেজারের স্বাক্ষর করিয়ে নেয় আলমগীর বাহিনী। 
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান দুটি ফরিদপুরের র‌্যাব-৮কে লিখিত ভাবে জানানো হয়েছে বলে জানান তারা। 
ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে রঘুনাথ পাল জানান, আলমগীরের অত্যাচারে আমাদের কর্মকর্তা কর্মচারীরা সুষ্ঠু ভাবে মধুখালী থেকে পাথর ট্রাকযোগে পদ্মা সেতুর প্রকল্প এলাকায় পৌছাতে বিলম্ব হচ্ছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা দিন-রাত ২৪ ঘন্টা আলমগীরের ভয়ে আতংকিত থাকেন। কখন এসে হামলা করে।
এ বিষয়ে আলমগীর জানান পাথর সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের ক্যারিং-এর কাজটি আমাকে দেওয়া হয়েছে। আমি ট্রাকের মাধ্যমে পদ্মা সেতুর প্রকল্পে পৌছে দেই এবং ভারত থেকে আনা পাথর লেবারের মাধ্যমে আনলোড করার কাজটিও তারা আমাকে দিয়েছেন। আমি এখন ক্যারিং খরচের প্রায় ১ কোটি টাকা তাদের কাছে পাব। এই টাকা চাওয়ার কারণেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে। 

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment