চরভদ্রাসন পুড়া বাড়ীতে ঢেউটিন ও অর্থ দানের ব্যবস্থা করলেন ইউএনও

নাজিম বকাউল :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের বিন্দু ডাঙ্গী গ্রামের মৃত আঃ মজিদ মোল্যার স্ত্রী আকলিমা বেগম (৫৫) ও আরেক প্রতিবেশী মৃত জালাল মোল্যার স্ত্রী গোলাপী বেগম (৫২) এদের বসতবাড়ীর সবক’টি ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হওয়ার পর বুধবার দুপুর ১২ টায় তিগ্রস্থ পরিবারের আবাসন গড়তে তাৎনিক ব্যবস্থা নিয়েছেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী। তিগ্রস্থ পরিবারগুলোকে যাতে করে খোলা আকাশের নিচে থাকতে না হয় সেজন্য তিনি তাৎণিকভাবে বাজার থেকে ২ বান্ডিল ঢেউটিন ও আবাসন গড়তে নগদ ৪ হাজার টাকা দান করেছেন।
উক্ত ভারপ্রাপ্ত ইউএনও জানান, “ সরকারি গোডাউনের ঢেউটিন পেতে অফিসিয়াল প্রসেসে কাল বিলম্ব হবে। কিন্তু অগ্নিকান্ডে ওই নিঃস্ব পরিবার দু’টি সব হারিয়েছে। তাই তাৎণিকভাবে প্রত্যেক পরিবারের জন্য আপাতত এক বান্ডিল করে ২ বান্ডিল ঢেউটিন বাজার থেকে কিনে দেওয়া হয়েছে এবং একচালা ছাপড়া গড়তে মিস্ত্রী খরচ বাবদ নগদ ২ হাজার করে মোট ৪ হাজার টাকা দান আবাসনের ব্যবস্থা করা হয়েছে। পরে সরকারি রাজস্ব খাত থেকে এসব দানের অর্থ সমন্বয় করা যাবে বলেও তিনি জানান”। 
জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১ টায় আকস্মিক অগ্নিকান্ডে ওই দু’টি পরিবারের মোট ৪টি ঘর ভস্মিভূত হয়। এরপর সন্তানাদি নিয়ে পরিবার দু’টি পাড়া প্রতিবেশীর বাড়ীতে রাত কাটিয়েছেন। তিগ্রস্থ পরিবারের অভিভাবক বিধবা আকলিমা বেগম রাস্তায় মাটি কাটে এবং গোলাপী বেগম উপজেলার চরহাজীগঞ্জ বাজারে ঝাড়–দারের কাজ করে জীবিকা অর্জন করেন। ঘটনার একদিন পর বুধবার দুপুরে দুই বিধবা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সাহায্যের আবেদন দিলে তাৎণিক ব্যবস্থা নেন ভারপ্রাপ্ত ইউএনও পারভেজ চৌধুরী।

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment