মুস্তাফিজুর রহমান, চরভদ্রাসন(ফরিদপুর) :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভা কক্ষে ২১ নভেম্বর সোমবার বেলা ১১টায় মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)পারভেজ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানজিলা আক্তার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউদ্দিন খালাশী,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার,চরভদ্রাসন থানার এস.আই স্বপন কুমার, সদর ইউপি চেযারম্যান মোঃআজাদ খান,চরঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মৃধা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কে.এম আনোয়ারুল করিম ,মৎস কর্মকর্তা মালিক তানভীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানা কাকলী, আ’লীগ নেতা মোঃআনোয়ার আলী মোল্যা,মোতালেব মোল্যা,সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও অবদুস সবুর কাজল প্রমুখ।
এ সময় ইউএনও পারভেজ চৌধুরী উপস্থিত সকল কর্মকর্তাদের নির্ধারিত সময়ে নিজ নিজ দপ্তরে উপস্থিত হওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে উপজেলা পরিষদে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দেওয়ার মেশিন স্থাপনের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ প্রদান করেন।এছাড়া উক্ত সভায় উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাটকা সংরন,মাদক ও বাল্যবিবাহ নিরোধে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।
0 comments :
Post a Comment