ফরিদপুরে জিংক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষক সমাবেশ

ফরিদপুর প্রতিনিধি :
মানব দেহের জিংকের চাহিদা পূরণে বিজ্ঞানীদের উদ্ভাবিত জিংক সমৃদ্ধ ব্রি ৬২, ব্রি ৬৪, ব্রি ৭২ ও ব্রি ৭৪ জাতের ধানের আবাদ বৃদ্ধি করতে ফরিদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) ও হারভেস্ট প্লাস, বাংলাদেশের উদ্যোগে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের গোয়ালকান্দিতে শনিবার বিকালে এ কৃষাণ-কৃষাণী সমাবেশ অনুষ্ঠিত।

সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি’র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাব চন্দ্র বিশ্বাস।

এসময় ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার খাঁন, এসডিসি’র উপ-পরিচালক খন্দকার হামিদুল ইসলাম, হারভেস্ট প্লাসের প্রকল্প সমন্বয়কারী মো. হাবিবুর রহমান খাঁন, সমন্বয়কারী আবুল বাশার, কৃষক আব্দুল হালিম ও কৃষানী কাকলী বেগম বক্তব্য রাখেন।

বক্তারা জানান, জিংক সমৃদ্ধ বেটেত্ব দূরীকরণসহ মেধা ও মননকে সমৃদ্ধ করতে ভুমিকা রাখে। এছাড়া ডায়রিয়াসহ বেশ কয়েকটি রোগ প্রশমনে কাজ করে। 

এসময় বক্তারা এ ধানের আবাদ বাড়াতে জিংক সমৃদ্ধ ধানের চাল খাওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment