ফরিদপুরে বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফের বাড়ী ও স্মৃতি যাদুঘর নদী ভাঙ্গণ থেকে রক্ষার দাবী

ফরিদপুর প্রতিনিধি :
মধুমতি নদী ভাঙ্গণের মুখে থাকা ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফ নগরের বীরশ্রেষ্ট (লে. নায়ক) মুন্সী আব্দুর রউফের বাড়ী ও স্মৃতি যাদুঘর রক্ষার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার সকালে ইউনিয়নের গন্ধখালীতে নদী ভাঙ্গন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এলাকার কয়েকশ নারী পুরুষ অংশ নেন। বক্তারা দাবী করেন, এরই মধ্যে রউফ নগরীতে যাতায়াতের একমাত্র সড়কটির প্রায় তিন’শ মিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে, যা পুননির্মান না করায় ১০-১২টি গ্রামের কয়েক হাজার মানুষের চলাচলে বিঘœ ঘটছে। এমনকি যাদুঘর দেখতেও যেতে পারছেনা দর্শনার্থীরা। মানববন্ধনকারীরা সড়কটি পুননির্মানসহ মধুমতি নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যাবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বীরশ্রেষ্ট মুন্সী আব্দুর রউফের বোন জোহরা বেগন, নারী উদ্যোক্তা সাবিনা ইয়াসমিন ও সাবেক ইউপি চেয়ারম্যান  মো. লুৎফর রহমানসহ এলাকাবাসী বক্তব্য রাখেন। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment