ফরিদপুর প্রতিনিধি :
পাটকে সবার কাছে পরিচিত করা ও পাট পন্যের ব্যাবহার বাড়াতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে শুরু হয়েছে মাসব্যাপী ব্রান্ডিং মেলা ২০১৯। এবছর দ্বিতীয় বারের মত শুরু হওয়া এ মেলা শনিবার বিকালে উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকারের সময় পাটের গুরুত্ব বেড়েছে দেশের গন্ডি ছাড়িয়ে বিশ্ব দরবারেও। পাট থেকে এখন নিত্য ব্যাবহার্য দ্রব্যাদির পাশাপাশি পাটের পাতা থেকে তৈরি হচ্ছে চা। যা পাটের দুনিয়ায় সু বাতাস বইয়েছে। পলিথিনের ব্যবহারে পরিবেশ আজ হুমকীর মুখে, তাই বিশ্ব এখন পলিথিনের পন্য বর্জন করে পাটের তৈরি পন্য ব্যবহারের দিকে ঝুঁকছে। যা বাংলাদেশের জন্যে সু-খবর। বিশ্ব বাজারে বাংলাদেশী পাটের কদরও রয়েছে বেশ। ফরিদপুর দেশের বৃহত্তম পাট উৎপাদনকারী জেলা হওয়ায় এ জেলায় ১৬-১৭টি পাটকল গড়ে উঠেছে এরই মধ্যে। ফলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে।
অপরদিকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ও ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, পাট শুধু ফরিদপুরের না গোটা বাংলাদেশের ব্র্যান্ডিং। পাট বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছে। বর্তমান কৃষিবান্ধব সরকারের তৎপরতায় পাটের সুদিন ফিরে এসেছে উল্লেখ করে পাটের তৈরি নানা পন্যের ব্যাবহারে মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে বরে বলে জানান তিনি। তিনি আরো বলেন, পাটের তৈরি পন্য পরিবেশ বান্ধবও।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ১২০ স্টলের বড় অংশে পাট পন্যের পসরায় সাঁজানো হয়েছে, রয়েছে ক্ষুদ্র ও কুঠির শিল্পের পাশাপাশি নিত্য ব্যাবহার্য পন্যের পসরাও। বাদ যায়নি শিশুদের আনন্দদানে শিশুপার্ক, নাগরদোলা ও নোকাসহ অন্যান্য আয়োজনও। এছাড়াও মেলার মাঠে স্থাপিত মঞ্চে নিয়মিত থাকছে দেশীয় সঙ্গীতানুষ্ঠানের আয়োজন। প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত চলা মেলায় দর্শনাথীরা প্রবেশ করতে পারবেন ১০ টাকার বিনিময়ে।
মেলার উদ্বোধনকালে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবল সাহা, সদর উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। #
0 comments :
Post a Comment