গায়ে কেরোসিন ঢেলে দগ্ধ ফরিদপুরের কলেজ ছাত্রী মারা গেছে

ফরিদপুর প্রতিনিধি: 
ফরিদপুর শহর সংলগ্ন ডিক্রিরচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় গায়ে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ হওয়া কলেজ ছাত্রী দেলোয়ারা বেগম দিলু (২৫) মারা গেছেন। চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শনিবার দুপুর তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে তার মত্যু হয় বলে জানান স্বজনরা। 
নিহত দিলু ফরিদপুরের উম্মুক্ত বিশ^বিদ্যালয়ের বিএনএস দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো। সে সিএন্ডবি ঘাট এলাকার জনৈক বিল্লাল শেখের বড় মেয়ে। স্বামীর সাথে ডিবোর্স হয়ে যাওয়ার পর থেকে সে বাবার বাড়ীতেই থাকতো।
নিহতের ভাই রাকিব হোসেন (২০) বলেন, তার বোন দিলুর সাথে একই এলাকার শেখ কুদ্দুসের ছেলে আল-আমীন ওরফে স্বাধীন (২৭) নামে এক ছেলের প্রেমের সম্পর্ক ছিলো গত প্রায় চারবছর ধরে। এ সময়ে স্বাধীন প্রেমের নামে প্রতারনা করে তার বোনের নিকট থেকে প্রায় পাঁচ লাখ টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি স্বাধীনের অন্যত্র বিয়ে ঠিক হয়েছে জানতে পেরে দেলোয়ারা ২৬ নভেম্বর মঙ্গলবার সন্ধার পর কেরোসিন ভর্তি একটি বোতল নিয়ে স্বাধীনদের বাড়িতে যায়।
রাকিব আরো জানান, এসময় তাকে বিয়ে না করলে বিভিন্ন সময়ে দেয়া পাঁচ লাখ টাকা ফেরত চায, অন্যথায় শরীরে কেরোসির ঢেলে আত্মহত্যার হুমকী দেয়। একথায় কেউ কর্ণপাত না করে ধিক্কার দিয়ে মরে যেতে বলে। রাকিবের দাবী, একপর্যাায়ে স্বাধীনের পরিবারের সদস্যরাই দেলোয়ারার শরীরে আগুন ধরিয়ে দেয়। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা এসে উদ্ধারকরে। পরে রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদি হয়ে ঢাকার শাহবাগ থানায় দিলুর মা মমতাজ বেগম বাদি হয়ে শনিবার বিকেলে একটি মামলা দায়ের করেছেন বলে রাকিব জানান। মামলায় স্বাধীন সহ তার পিতা বেল্লাল শেখ ও মা মনোয়ারা বেগমকে আসামী করা হয়েছে বলেও জানান তিনি। 
নিহতের সহপাঠী পাপড়ি জানান, নিহত দেলোয়ারা ফরিদপুরের বেসরকারী সমরিতা হাসপাতালে চাকরী করতো। পাশাপাশি সে উম্মুক্ত বিশ^বিদ্যালয়ে পড়াশুনা করতো। এছাড়া নিহত দেলোয়ারা ও স্বাধীন বিভিন্ন অনুষ্ঠানে একসাথে নাচ করেছে। সেখান থেকেই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এব্যাপারে কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই বেলাল হোসেন বলেন, থানায় কেউ লিখিত কোন অভিযোগ করেনি। তবে লোকমুখে তিনি ঘটনাটি শুনেছেন। কেউ মামলা করলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 
এদিকে রিপোর্ট লেখার সময় নিহত দিলুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 
এব্যাপারে স্বাধীন কিংবা স্বাধীনের পরিবারের বক্তব্য জানার জন্য তার বাড়িতে খোঁজ নিতে গেলেও কাউকে পাওয়া যায়নি। কোন মোবাইল নম্বরেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment