ফরিদপুর প্রতিনিধি :
”বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যান ট্রাষ্ট” ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজকল্যানমূলক বিভিন্ন কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবছরও ট্রাষ্ট কর্তৃপক্ষ এম.বি.বি.এস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলস, পলিটেকনিক, নার্সিং, পাবলকি বশ্বিবদ্যিালয়, কে.এম কলেজ, আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ সহ অন্যান্য কলেজে অধ্যায়নরত ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলার সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। সে লক্ষ্যে শিক্ষার্থীদের ১৫ ফব্রেুয়ারী ২০২০ইং তারিখের মধ্যে ট্রাষ্ট সেক্রেটারী, ”বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল¬াহ জনকল্যান ট্রাষ্ট” লেভেল#০৬, বাড়ী#১০৬, রোড#১১, বøক# সি, বনানী, ঢাকা-১২১৩ বরাবর বৃত্তির জন্য আবেদন পাঠাতে আহŸান জানানো হল। প্রয়োজনে যোগাযোগ ০২৯৮২০৩৮৮।
শিক্ষার্থীদের এস.এস.সি, এইচ.এস.সি পরীক্ষার মার্কসিট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, বিশ^বিদ্যালয়ের ভর্তির সিরিয়াল নম্বর এর কপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট থেকে চারিত্রিক সনদপত্র, ভর্তির রশিদ, মোবাইল নম্বর এবং পিতামাতার বার্ষিক আয়ের সনদপত্র সংযুক্ত করে ট্রাষ্ট সেক্রেটারি বরাবর আবেদন পত্রসহ প্রেরন করার জন্য অনুরোধ করা হল। #
”বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যান ট্রাষ্ট” ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজকল্যানমূলক বিভিন্ন কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবছরও ট্রাষ্ট কর্তৃপক্ষ এম.বি.বি.এস, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলস, পলিটেকনিক, নার্সিং, পাবলকি বশ্বিবদ্যিালয়, কে.এম কলেজ, আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজ সহ অন্যান্য কলেজে অধ্যায়নরত ফরিদপুর জেলার ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন উপজেলার সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে। সে লক্ষ্যে শিক্ষার্থীদের ১৫ ফব্রেুয়ারী ২০২০ইং তারিখের মধ্যে ট্রাষ্ট সেক্রেটারী, ”বেগম জেবুন্নেসা ও কাজী মাহবুবউল¬াহ জনকল্যান ট্রাষ্ট” লেভেল#০৬, বাড়ী#১০৬, রোড#১১, বøক# সি, বনানী, ঢাকা-১২১৩ বরাবর বৃত্তির জন্য আবেদন পাঠাতে আহŸান জানানো হল। প্রয়োজনে যোগাযোগ ০২৯৮২০৩৮৮।
শিক্ষার্থীদের এস.এস.সি, এইচ.এস.সি পরীক্ষার মার্কসিট ও সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, বিশ^বিদ্যালয়ের ভর্তির সিরিয়াল নম্বর এর কপি, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের নিকট থেকে চারিত্রিক সনদপত্র, ভর্তির রশিদ, মোবাইল নম্বর এবং পিতামাতার বার্ষিক আয়ের সনদপত্র সংযুক্ত করে ট্রাষ্ট সেক্রেটারি বরাবর আবেদন পত্রসহ প্রেরন করার জন্য অনুরোধ করা হল। #
0 comments :
Post a Comment