সাম্প্রতকি একটি বড় র্পযালোচনায় দখো গছে,ে নয়িমতি অতরিক্তি মদ্যপান এমনকি নয়িমতি সামান্য মদ্যপানরে ফলে শুধু লভিার (যকৃত) ক্যানসার নয়, বরঞ্চ আরো ৬ ধরনরে ক্যানসার হতে পার।ে
র্অথাৎ ৭টি ভন্নি ধরনরে ক্যানসাররে জন্য সরাসরি দায়ী অ্যালকোহল। মদ্যপানরে ফলে ৭ ধরনরে ক্যানসাররে জোড়ালো প্রমাণ পয়েছেনে গবষেকরা।
এছাড়া এতদনি ধারণা করা হতো, অতরিক্তি মদ্যপানরে ফলে সমস্যা হয় কন্তিু নউিজল্যিান্ডরে ওটাগো বশ্বিবদ্যিালয়রে সাম্প্রতকি তথ্যমত,ে কম পরমিান অ্যালকোহল পানওে ক্যানসার ঝুঁকি রয়ছে।ে
গবষেকরা প্রমাণ পয়েছেনে য,ে মদ্যপান মুখ এবং গলা, স্বরযন্ত্র, অন্ননালী, যকৃত, মলাশয়, অন্ত্র এবং স্তন ক্যানসার ঘটায়।
ওটাগো বশ্বিবদ্যিালয়রে প্রধান গবষেক জনেি কনার বলনে, প্রমাণরে ওপর ভত্তিি করে বলা যায় য,ে ‘মদ্যপানকে হালকাভাবে নওেয়া যায় ক্যানসাররে জন্য মদ্যপানরে এমন কোনো নরিাপদ স্তর নইে।’
তনিি আরো বলনে, ‘মদ্যপানরে অনুমতি স্বাস্থ্য উপকারতিা- যমেন রডে ওয়াইন র্হাটরে জন্য ভালো- এটা আসলে ক্যানসাররে ক্রমর্বধমান ঝুঁকি বৃদ্ধরি তুলনায় অপ্রাসঙ্গকি।’
‘আমরা জোড়ালো প্রমাণ পয়েছেি য,ে মদ্যপান শরীররে ৭টি জায়গায় ক্যানসার তরৈরি জন্য সরাসরি দায়ী এবং সম্ভবত শরীররে আরো কোনো জায়গায়।’
মদ্যপান কীভাবে শরীরে এই ক্যানসার বৃদ্ধি কর,ে সইে জবৈকি প্রক্রয়িা অজ্ঞাতসার থাকলওে এপডিমেওিলজকিাল প্রমাণ বলে য,ে অ্যালকোহল মুখ এবং গলা, স্বরযন্ত্র, অন্ননালী, যকৃত, মলাশয়, অন্ত্র ও স্তন ক্যানসার ঘটায়। গত এক দশকরে অ্যালকোহলভত্তিকি ক্যানসার গবষেণার তথ্যউপাত্ত বশ্লিষেন ও পরীক্ষা করে গবষেকরা এ সদ্ধিান্তে পৌঁছছেনে।
মদ্যপানে ক্যানসার ঝুঁকরি মধ্যে সবচয়েে বশেি দখো গছেে মুখরে ক্যানসার। জনেি কনার বলনে, যারা দনৈকি ৫০ গ্রাম অ্যালকোহল পান করনে মুখরে ক্যানসাররে ঝুঁকি তাদরে ৭ গুণ বশে,ি যারা মদ্যপান করনে না তাদরে তুলনায়।
ন্যাশনাল ইনস্টটিউিট অন অ্যালকোহল এবউিস অ্যান্ড অ্যালকোহলজিম-এর মত,ে গড় মদ্যপান যমেন একটি রান অব মলি বয়িার অথবা সাধারণ ওয়াইনে প্রায় ১৪ গ্রাম অ্যালকোহল থাক।ে
সুতরাং ক্যানসার ঝুঁকরি ক্ষত্রেে জনেি কনার বলনে, যে ব্যক্তি কম হসিবেে দনিে ৪ বার মদ্যপান করে সওে ঝুঁকরি মধ্যে রয়ছে।ে
যুক্তরাজ্যরে স্বাস্থ্য র্কমর্কতাদরে মত,ে নয়িমতি মদ্যপানরে কোনো নরিাপদ স্তর নইে।
অন্যান্য গবষেকরা নউিজল্যিান্ডরে ওটাগো বশ্বিবদ্যিালয়রে প্রধান গবষেক জনেি কনাররে এই সাম্প্রতকি গবষেণায় সঙ্গে একমত পোষণ করছেনে। যমেন ওর্য়াল্ড ক্যানসার ফাউন্ডশেনরে সায়ন্সে প্রোগ্রাম ম্যানজোর সুজানা ব্রাউন বলনে, ‘অ্যালকোহল থকেে ক্যানসার ঝুঁকি বড়েে চলছেে এবং আমরা একমত য,ে মদ্যপানরে সঙ্গে নানা ধরনরে ক্যানসার ঝুকরি সরাসরি সর্ম্পক রয়ছে।ে’
নতুন এই গবষেণাপত্র অ্যাডকিসন র্জানালে প্রকাশতি হয়ছে।ে
গবষেণার তথ্য সত্ত্বওে, সত্যকিার র্অথে কউে এটা জানে না য,ে ক্যানসার এবং অ্যালকোহলরে মধ্যে যোগসূত্র কনে বদ্যিমান। এক্ষত্রেে অবশ্য প্রচলতি একটি অনুমান রয়ছেে য,ে অ্যালকোহল মানব দহেরে ডএিনএ ক্ষতগ্রিস্ত কর,ে যা ক্যান্সার কোষ গঠনরে নতেৃত্ব দয়ে। কন্তিু এ ব্যাপারে যতদনি না র্পযন্ত আরাে ব্যাপক গবষেণা না হচ্ছ,ে ততদনি র্পযন্ত মদ্যপানরে দরুন ক্যানসার সৃষ্টরি সঠকি কারণটি আসলে কউে জানে না।
তথ্যসূত্র: মরির ও সায়ন্সে অ্যার্লাট
0 comments :
Post a Comment