ফরিদপুরে লালন বাউল উৎসবে মিলবে তিন শতাধিক শিল্পী

ফরিদপুর প্রতিনিধি :
সুস্থ্য ও দেশীয় সংস্কৃতির বিকাশে ফরিদপুরে অনুষ্ঠিত হবে তিন দিনের লালন ও বাউল উৎসব। তৃতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া এ উৎসব আগামী ০১ মার্চ ২০১৯ থেকে শুরু হয়ে চলবে ০৩ মার্চ পর্যন্ত। ফরিদপুর লালন পরিষদের আয়োজনে শহরের মহিম ইনিষ্টিটিউশনের মাঠে অনুষ্ঠিতব্য এ উৎসবে তিন শতাধিক লালন ও বাউল শিল্পী এবং কলাকুশলীদের সমাবেশ ঘটবে বলে জানিয়েছেন আয়োজকরা।

শুক্রবার বিকালে ফরিদপুরের মহিম ইনিষ্টিটিউশনের মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় অনুষ্ঠান উদযাপনে জেলা শ্রমিকলীগের সভাপতি মো. আক্কাস হোসেনকে সভাপতি করে ৫৭ সদস্যের “তিন দিনের লালন বাউল উৎসব ২০১৯” এর উদযাপন কমিটি ঘোষনা করা হয়। 

প্রস্তুতি সভায় পৌরসভার ০৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. নুর ইসলাম, শেখ ইমান আলী, মো. আনোয়ার হোসেন ও রাম প্রসাদ ভক্তসহ আলোচকরা এ উৎসব সফল করতে মতামত ব্যাক্ত করেন।

লালন পরিষদের সভাপতি পাগলা বাবলু জানান, বাংলাদেশের বিভিন্ন জেলা ছাড়াও প্রতিবেশী দেশ ভারত থেকে তিন শতাধিক বাউল শিল্পীসহ কলাকুশলীদের এ বৃহত সমাবেশ ঘটবে। প্রতিদিন বিকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত চলবে ভাবের আদান প্রদান। #

Share on Google Plus

About faridpur info 24

Faridpurinfo24.com-ফরিদপুরের তথ্য বাতায়নে আপনাদের স্বাগতম। ফরিদপুরের সকল খবরাখবর আপনাদের কাছে পৌছে দিতেই আমাদের এই প্রয়াশ। আপনার সকল মতামত ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন। সম্পাদক ও প্রকাশক: মো. মনিরুল ইসলাম টিটো ফরিদপুর । মোবাইল: ০১৭১৬৩৪৬০৩০

0 comments :

Post a Comment